কলকাতা, 14 নভেম্বর : চলছে উৎসবের মরশুম। এর মাঝেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে নাজেহাল আমজনতা। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পরপর তল্লাশির পরেও কমানো যায়নি আলু, পেঁয়াজের দাম। সেই সূত্রে রাজ্য সরকার এখন থেকে আরও বেশি করে সুফল বাংলা স্টলে আলু বিক্রির সিদ্ধান্ত নিল। 25 টাকা কিলো দরে ওই আলু পাওয়া যাবে বলে নবান্ন সূত্রে খবর।
আরও বেশি স্টলে 25 টাকা কিলো দরে আলু বিক্রির সিদ্ধান্ত রাজ্যের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এখন থেকে মোট 630টি স্টল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় 25 টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে।
চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, অত্যাবশ্যকীয় পণ্য়ের উপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ তুলে নিয়েছে কেন্দ্র। তার ফলে বাজার এখন একেবারেই অগ্নিমূল্য হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে রাজ্য সরকারের ক্ষমতা ফিরিয়ে দিন। 48 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের তরফে কোনও সদুত্তর না পেয়ে অবশেষে সুফল বাংলার স্টল থেকে 25 টাকা কেজি দরে আলু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর তার জন্য রাজ্যে সুফল বাংলার স্টলের সংখ্যা বাড়ানো হল। এখন থেকে মোট 630টি স্টল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় 25 টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে।
রাজ্যের দাবি, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সকলকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বারবার কেন্দ্রীয় সরকারের কাছে তদ্বির করেও কোনও সুরাহা মিলছে না। অগত্যা মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য দীপাবলির আগে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের এই উদ্যোগে কিছুটা হলেও সুরাহা মিলবে বলে মনে করছে প্রশাসনের অন্দরমহল। তার কারণ, বাজারের উপর কোনও নিয়ন্ত্রণ না থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে প্রতি মুহূর্তে। আর এই অবস্থায় রাত পোহালেই কালীপুজো, দীপাবলি তারপর ভাইফোঁটা। কোরোনা পরিস্থিতির পর সাধারণ মানুষ যাতে অন্তত একটু খেয়ে পরে বাঁচতে পারে সেদিকেই নজর রেখে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।