পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহর ও শহরতলির প্রবীণদের চিকিৎসায় সাহায্য করবে রাজ্য সরকার - senior citizens in cities and suburbs

আবাসন বা বহুতলে যেসব প্রবীণ নাগরিকরা একা বসবাস করেন, তাঁদের নামের তালিকা তৈরি করা হবে । তালিকা করতে সেই বহুতল বা আবাসনের বাসিন্দাদের সাহায্য নেওয়া হবে । যদি কেউ বহুতলের আবাসনে বসবাস করেন এবং কোরোনা আক্রান্ত হন তবে তাঁকে দ্রুত সরকারি হাসপাতালে ভরতির ব্যবস্থা করতে হবে আবাসনে কর্মকর্তাদের ।

প্রবীণ নাগরিকদের চিকিৎসা
প্রবীণ নাগরিকদের চিকিৎসা

By

Published : Aug 9, 2020, 4:33 AM IST

কলকাতা, 8 অগাস্ট : শহরে অনেক প্রবীণ নাগরিক বহুতল আবাসনগুলিতে একাকী জীবন যাপন করেন । মাঝেমধ্যেই শহর ও শহরতলিতে বহুতলে ফ্ল্যাটে কোরোনায় আক্রান্ত হয়ে প্রবীণ নাগরিক মৃত্যুর খবর উঠে আসছে । দীর্ঘক্ষণ ধরে কোরোনায় আক্রান্ত মৃতদেহও পড়ে থাকার অভিযোগ নজরে আসছে । এবার প্রবীণ নাগরিকদের জন্য সরকারি চিকিৎসা ও পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য সরকার । কলকাতা পৌরনিগমকে দায়িত্ব দেওয়া হয়েছে শহর ও শহরতলির বহুতল ও আবাসনগুলিতে বসবাসকারী প্রবীণ নাগরিকদের তালিকা তৈরি করার । এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্য করবে ।

আবাসন বহুতলে যেসব প্রবীণ নাগরিকরা একাকী বসবাস করেন তাঁদের নামের তালিকা তৈরি করা হবে । তালিকা করতে সেই বহুতল বা আবাসনের বাসিন্দাদের সাহায্য নেওয়া হবে । যদি কেউ বহুতলের আবাসনে বসবাস করেন এবং কোরোনা আক্রান্ত হন তবে তাঁকে দ্রুত সরকারি হাসপাতালে ভরতির ব্যবস্থা করতে হবে আবাসনে কর্মকর্তাদের । স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা, হাওড়া, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, উত্তর 24 পরগনার প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে । শহরে যত একাকী প্রবীণ নাগরিকরা আছেন তাঁদের নামের তালিকা থাকলে তারা আক্রান্ত হলে হাসপাতলে ভরতি ও চিকিৎসা দ্রুত হবে ।

আরও পড়ুন :- হার্দিকের ছেলেকে অলরাউন্ডার হিসেবে দেখতে চান রাহুল

আবাসন ও বহুতলে কোরোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর দীর্ঘক্ষন মৃতদেহ পড়ে থাকার অভিযোগ বারবার আসছে শহরে । অনেক সময় প্রবীণ নাগরিকরা কোরোনা আক্রান্ত হয়েও সঠিক চিকিৎসা ব্যবস্থা করতে পারছেন না । ফলে সমস্যা জটিল হচ্ছে । তাই শহর ও শহরতলির প্রবীণ নাগরিকদের দেখভালের জন্য এই নতুন ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার । কলকাতা পৌরনিগমের সহযোগিতায় এই কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি । কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় এই প্রকল্প শুরু হতে চলেছে ।

ABOUT THE AUTHOR

...view details