কলকাতা, 8 অগাস্ট : শহরে অনেক প্রবীণ নাগরিক বহুতল আবাসনগুলিতে একাকী জীবন যাপন করেন । মাঝেমধ্যেই শহর ও শহরতলিতে বহুতলে ফ্ল্যাটে কোরোনায় আক্রান্ত হয়ে প্রবীণ নাগরিক মৃত্যুর খবর উঠে আসছে । দীর্ঘক্ষণ ধরে কোরোনায় আক্রান্ত মৃতদেহও পড়ে থাকার অভিযোগ নজরে আসছে । এবার প্রবীণ নাগরিকদের জন্য সরকারি চিকিৎসা ও পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য সরকার । কলকাতা পৌরনিগমকে দায়িত্ব দেওয়া হয়েছে শহর ও শহরতলির বহুতল ও আবাসনগুলিতে বসবাসকারী প্রবীণ নাগরিকদের তালিকা তৈরি করার । এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্য করবে ।
আবাসন বহুতলে যেসব প্রবীণ নাগরিকরা একাকী বসবাস করেন তাঁদের নামের তালিকা তৈরি করা হবে । তালিকা করতে সেই বহুতল বা আবাসনের বাসিন্দাদের সাহায্য নেওয়া হবে । যদি কেউ বহুতলের আবাসনে বসবাস করেন এবং কোরোনা আক্রান্ত হন তবে তাঁকে দ্রুত সরকারি হাসপাতালে ভরতির ব্যবস্থা করতে হবে আবাসনে কর্মকর্তাদের । স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা, হাওড়া, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, উত্তর 24 পরগনার প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে । শহরে যত একাকী প্রবীণ নাগরিকরা আছেন তাঁদের নামের তালিকা থাকলে তারা আক্রান্ত হলে হাসপাতলে ভরতি ও চিকিৎসা দ্রুত হবে ।