কলকাতা, 8 জানুয়ারি : তিন কৃষি আইন মানবে না রাজ্য । সেই প্রস্তাব আনতে চলতি মাসের 27 এবং 28 জানুয়ারি বিধানসভার অধিবেশন ডাকতে চলেছে রাজ্য সরকার । কয়েকদিন ধরেই রাজ্যের বিরোধীরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অধিবেশন বসানোর জন্য দাবি জানিয়েছিলেন ।
ইতিমধ্যে রাজস্থান, পঞ্জাব, কেরালা সহ বেশকিছু রাজ্য কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনকে বাতিল করেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষি আইন বাতিলের জন্য পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে আজ অধ্যক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছেন ৷ চলতি মাসের দুদিনের বিধানসভা অধিবেশন বসিয়ে এই আইন বাতিল করার প্রস্তাব আনা হবে । কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব আনার বিষয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস সহমত পোষণ করেছে ।