পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 8, 2021, 2:57 PM IST

Updated : Jan 8, 2021, 3:49 PM IST

ETV Bharat / state

কৃষি আইন বাতিলের প্রস্তাব নিয়ে 2 দিনের বিধানসভা অধিবেশন

27 এবং 28 জানুয়ারি বিধানসভার অধিবেশন ডাকতে চলেছে রাজ্য সরকার ।

দুদিনের বিধানসভা অধিবেশন ডাকতে চলছে রাজ্য সরকার
দুদিনের বিধানসভা অধিবেশন ডাকতে চলছে রাজ্য সরকার

কলকাতা, 8 জানুয়ারি : তিন কৃষি আইন মানবে না রাজ্য । সেই প্রস্তাব আনতে চলতি মাসের 27 এবং 28 জানুয়ারি বিধানসভার অধিবেশন ডাকতে চলেছে রাজ্য সরকার । কয়েকদিন ধরেই রাজ্যের বিরোধীরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অধিবেশন বসানোর জন্য দাবি জানিয়েছিলেন ।

ইতিমধ্যে রাজস্থান, পঞ্জাব, কেরালা সহ বেশকিছু রাজ্য কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনকে বাতিল করেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষি আইন বাতিলের জন্য পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে আজ অধ্যক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছেন ৷ চলতি মাসের দুদিনের বিধানসভা অধিবেশন বসিয়ে এই আইন বাতিল করার প্রস্তাব আনা হবে । কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব আনার বিষয়ে বামফ্রন্ট এবং কংগ্রেস সহমত পোষণ করেছে ।

অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘এক-দু'দিনের জন্য বিধানসভার অধিবেশন ডাকা হবে । কৃষক বিরোধী তিনটি আইন প্রত্যাহার চেয়ে সর্বসম্মত প্রস্তাব আনার কথা ভাবা হচ্ছে ।’’

আরও পড়ুন :- বিধানসভায় প্রার্থী হচ্ছেন সুজাতা ?

বিধানসভায় বিজেপির বিধায়করা খুব স্বাভাবিক ভাবেই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবে অংশগ্রহণ করবেন না বলে জানা গিয়েছে । যদিও বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন, ‘‘আগে রাজ্য সরকার কী প্রস্তাব আনছে, সেটা দেখা দরকার । 2014 ও 2017 সালে এই সরকারই কৃষক বিরোধী আইন করেছিল । সেটা প্রত্যাহার করা হয় কি না, সেটাও দেখা হবে । সরকারপক্ষ শুধু অধিবেশন ডাকবে শুনে বিরোধীরা মোটেই উচ্ছ্বসিত নয় ।’’

Last Updated : Jan 8, 2021, 3:49 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details