কলকাতা, 21 নভেম্বর : এবারে সমাজের সর্বস্তরের শিল্পীদের আর্থিক সহায়তা করার জন্য গোটা রাজ্যজুড়ে মেলা, এক্সপো ও প্রদর্শনী করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ নবান্নে পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের DG সহ রাজ্যের সমস্ত জেলার আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করার পর এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
মূলত, দীর্ঘদিন লকডাউন চলার কারণে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করছেন যাত্রাশিল্পী, মঞ্চশিল্পী, আবৃত্তিশিল্পী, সংগীতশিল্পী, লোকোশিল্পী সহ সমাজের বিভিন্ন শিল্পীরা। মঞ্চ বা খোলা ময়দানে অনুষ্ঠান করে অর্থ উপার্জন করার সুযোগ পাননি তাঁরা। একপ্রকার দুর্বিসহ অবস্থা তৈরি হয়েছে তাঁদের। উৎসব মরশুম শেষ হওয়ার পরে এই সব শিল্পীদের জীবন জীবিকায় সহায়তা করার জন্য এগিয়ে এল রাজ্য সরকার।
শিল্পীদের সাহায্যে রাজ্যজুড়ে মেলা ও প্রদর্শনীর সিদ্ধান্ত রাজ্য সরকারের - state government
আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের DG সহ বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷
আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের DG সহ বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। শিল্পীদের জীবন জীবিকাতে সাহায্য করার জন্য মেলা ও বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করতে নির্দেশ দেন তিনি। আজ মুখ্যসচিব বলেন, "জীবিকা ও কর্মসংস্থানের লক্ষ্যে পারফরমিং শিল্পীদের গুরুত্ব দিতে চাই রাজ্য সরকার।"
প্রসঙ্গত, আনলক 5 এর জন্য রাজ্য সরকারের দেওয়া নির্দেশিকা অনুযায়ী যে কোনও ইনডোর মঞ্চে 200 জন নিয়ে অনুষ্ঠান করা যাবে। তবে বাইরের খোলা মঞ্চের ক্ষেত্রে দর্শক আসনের কোনও বাধ্যবাধকতা নেই। ফলে শিল্পীদের সাহায্য করার জন্য অনুষ্ঠান বা প্রদর্শনী সহজেই করা যাবে। সেই মতো এগিয়ে এল রাজ্য সরকার।