কলকাতা, 2 জুন : এক একটা লোহার বিম সরছে আর বেরিয়ে আসছে একের পর রক্তাক্ত , ক্ষত , চামড়া গুটিয়ে যাওয়া মৃতদেহ ৷ 2016 এর পোস্তা উড়ালপুল দুর্ঘটনা ৷ কেটে গিয়েছে পাঁচ পাঁচটা বছর ৷ বহুবার এই উড়ালপুল নিয়ে সরকারের তরফে আলোচনা হলেও চূড়ান্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ তৎকালীন পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী ৷ দীর্ঘদিনের টানাপোড়েনের পর গতবছর উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য ৷ কিন্তু কোথায় কী ৷ সেই বিপজ্জনক অবস্থাতেই পড়েছিল উড়ালপুলটি ৷ ফের 200 এর বেশি আসনে জিতে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার পরিবহণ মন্ত্রী হলেন ফিরহাদ হাকিম ৷ মন্ত্রিত্ব পাওয়ার পর ফের পোস্তা উড়ালপুল ভাঙার কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম ৷
তিনি বলেন, " চলতি মাসের 15 তারিখ থেকে শুরু হবে উড়ালপুল ভাঙার কাজ ৷ 45 দিনের মধ্যে পুরো উড়ালপুলটিই ভেঙে ফেলা হবে ৷ দায়িত্ব দেওয়া হয়েছে কেএমডিএ তত্ত্বাবধানে চারটি সংস্থাকে ৷ যতদিন এই কাজ চলবে , ততদিন পোস্তারুট বন্ধ থাকবে ৷ অন্যরুটে চলবে গাড়িগুলি ৷ " পাশাপাশি তিনি আরও জানান, " এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই আবেদন জানাচ্ছেন উড়ালপুল ভাঙার জন্য ৷ অবশেষে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ধাপে ধাপে উড়ালপুলটি ভাঙা হবে ৷ ভাঙার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরনিগমের কর্মীরা এসে তা পরিস্কার করে দেবেন ৷ পুলিশ প্রসাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে কাজ চলাকালীন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে বাড়তি সতর্কতা দিতে ৷ " উড়ালপুল সংলগ্ন এলাকার বাসিন্দাদের সেইসময় সতর্ক করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷