পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 6, 2020, 9:32 PM IST

ETV Bharat / state

শিল্ড আয়োজনের পরে লিগও করবে IFA

মহমেডান স্পোর্টিং IFA শিল্ডে খেলার ব্যাপারে তাদের প্রাথমিক সম্মতি দিয়েছে ।

The state football governing body decided to organize the IFA Shield
IFA শিল্ড আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা

কলকাতা, 6 নভেম্বর : প্যানডেমিকের কারণে বন্ধ থাকা কলকাতা ময়দানে বল গড়ানোর উদ্যোগ IFA - এর । আই লিগ মূলপর্বের আগে ঐতিহ্যবাহী IFA শিল্ড আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আয়োজিত হবে IFA শিল্ড । এই ব্যাপারে IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, পরিকল্পনা সাজানো হয়েছে, এবার তা পাশ করিয়ে নেওয়ার পালা । ইতিমধ্যেই ক্লাবগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে । আটটি দলের টুর্নামেন্ট করা হবে । আই লিগের মূলপর্বের আগে যেহেতু টুর্নামেন্টটি হবে সেকারণে আই লিগে অংশগ্রহণকারী চারটে ক্লাব আইএফএ শিল্ডে আমন্ত্রণ জানানো হবে ।

IFA শিল্ড আয়োজনের সিদ্ধান্ত নিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা

মহমেডান স্পোর্টিং IFA শিল্ডে খেলার ব্যাপারে তাদের প্রাথমিক সম্মতি দিয়েছে । অন্যতম শীর্ষকর্তা দীপেন্দু বিশ্বাস বলেছেন, তাঁরা আই লিগের প্রস্তুতি হিসেবে IFA শিল্ড খেলতে চান । জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, আট দলের টুর্নামেন্ট IFA শিল্ডে আই লিগের চারটি দল অংশ নেবে । বাকি চারটি দল কলকাতা লিগের থেকে অংশ নেবে । ইতিমধ্যে কলকাতার ক্লাবগুলোর কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে । তারা পরিস্থিতি বিবেচনা করছে । এদিকে কোরোনা প্রোটোকল যথাসম্ভব মানার ব্যবস্থা IFA করবে বলে সচিব জানিয়েছেন । IFA শিল্ড দিয়ে মরসুমে বল গড়ালেও কলকাতা লিগ আয়োজনের পরিকল্পনা বাতিল হচ্ছে না ।

জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, মে মাস পর্যন্ত মরশুম রয়েছে । মার্চ মাসে কলকাতা লিগ আয়োজন করার নীল নকশা সাজানো রয়েছে । তবে এখন IFA শিল্ড সাফল্যের সঙ্গে আয়োজন করাই রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পাখির চোখ ।

ABOUT THE AUTHOR

...view details