কলকাতা, 7 জুলাই : রাজ্য সরকারের বাজেট প্রস্তাবকে তারপরেই এই বাজেটকে অস্বচ্ছ বলে অভিহিত করল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি । পরিষদীয় মন্ত্রীর বাজেট ভাষণে পর বিধানসভার সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক এবং দেশের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, অশোক লাহিড়ী ।
টিকাকরণ নিয়ে রাজ্যের দাবিকে চ্যলেঞ্জ করেন অশোকবাবু । বলেন, "রাজ্য সরকার বাজেট ভাষণে দাবি করছেন যে এই পর্যন্ত তারা রাজ্যের দু কোটি তিরিশ লক্ষ্য মানুষের টিকাকরণ করেছেন। অথচ এর ম্যধ্যে কত টিকা রাজ্য সরকার নিজে কিনেছে আর কত টিকা কেন্দ্রের কাছ থেকে বিনামূল্যে পেয়েছে সেই নিয়ে নিশ্চুপ রাজ্য সরকার। তাই এই দাবি অস্বচ্ছ," অশোকবাবু বলেন।
তিনি আরও বলেন যে সরকার দাবি করেছে যে রাজ্যের জিডিপি বেড়েছে । তিনি বলেন, "কিন্তু আসল কথা হচ্ছে যে রাজ্যের মাথাপিছু আয় কমেছে । এই ক্ষেত্রেও সেই একই অস্বচ্ছতা । "