পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দ্রুত দলের সঙ্গে যোগ দিচ্ছেন হাবাসসহ স্প্যানিশ ব্রিগেড - ISL

কাল দলের তিন স্প্যানিশ ফুটবলার এবং কোচ যোগ দিলে প্রস্তুতি পর্বে বাড়তি মাত্রা যোগ হবে । যদিও হেডস্যার আন্তেনিও লোপেজ় হাবাসের কড়া নজরদারিতে ISL-র প্রস্তুতি চলছে ATK-মোহনবাগানে । মাদ্রিদ থেকে দুবেলা কড়া নজরদারিতে প্রীতম কোটাল, জয়েশ রানে, প্রবীর দাসদের অনুশীলন করাচ্ছেন সবুজ মেরুন কোচ ।

ATK-Mohunbagan

By

Published : Oct 3, 2020, 7:25 PM IST

কলকাতা, 3 অক্টোবর : গোয়াতে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য রওনা হলেন ATK-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ় হাবাস এবং দলের স্প্যানিশ ফুটবলাররা । এডু গার্সিয়া, জাভি হার্নান্দেজ, তিরি দলের সঙ্গে যোগ দিতে রওনা হয়েছেন । ইতিমধ্যে তিরি দেশ ছাড়ার পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন । ফ্রান্স হয়ে এই চার স্প্যানিশ ভারতে কাল পা রাখবেন । তারপর তাঁদের 14 দিনের বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হবে । ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণ বর্তমানে নিউজ়িল্যান্ডে রয়েছেন । সেখানে গোয়ার উদ্দেশে যাত্রা করার আগে দুই সপ্তাহ নিভৃতবাসে থাকবেন ।

ইতিমধ্যে দলের ভারতীয় ফুটবলাররা গোয়াতে পৌঁছে নিভৃতবাসে রয়েছেন । কাল দলের তিন স্প্যানিশ ফুটবলার এবং কোচ যোগ দিলে প্রস্তুতি পর্বে বাড়তি মাত্রা যোগ হবে । যদিও হেডস্যার আন্তেনিও লোপেজ় হাবাসের কড়া নজরদারিতে ISL-র প্রস্তুতি চলছে ATK-মোহনবাগানে । মাদ্রিদ থেকে দুবেলা কড়া নজরদারিতে প্রীতম কোটাল, জয়েশ রানে, প্রবীর দাসদের অনুশীলন করাচ্ছেন সবুজ মেরুন কোচ ।

চলতি বছরের ISL আসর গোয়ায় । কোরোনার আবহে দেশের একনম্বর লিগ আয়োজনের কোনও ত্রুটি রাখা হচ্ছে না । এগারো দলের টুর্নামেন্টে প্রথম দল হিসেবে গোয়ায় পা রেখেছে ATK-মোহনবাগান । জৈব বলয়ে কড়া বিধিনিষেধের লক্ষ্মণরেখার মধ্যে দলের কুড়িজন ফুটবলারকে রাখা হয়েছে । ফুটবলারদের কোভেলোসিমের সুন্দর পরিবেশে কুড়িটি কটেজে রাখা হয়েছে । আপাতত শারীরিক সক্ষমতার উপর জোর দেওয়া হচ্ছে । সকালে এবং বিকেলে দলের ফিজ়িকাল ট্রেনার অ্যালভারো রোস বার্নেল অনলাইনে ATK-মোহনবাগানের অনলাইনে ক্লাস নিচ্ছেন । অরিন্দম, ধীরজ, সুমিত রাঠেদের শারীরিক সক্ষমতার অনুশীলনে কড়া নজর রাখছেন হাবাস স্বয়ং । সামান্য ভুল ত্রুটি চোখে পড়লে শুধরে নেওয়ার নির্দেশ পাঠাচ্ছেন তিনি ।

কোরোনার আবহে নিউ নর্মাল লাইফে অনলাইনে স্কুল কলেজের ক্লাস হচ্ছে । ওয়ার্ক ফ্রম হোম এখন নতুন অভ্যাস । কিন্তু আট হাজার কিলোমিটার দূর থেকে অনলাইনে ফুটবলের ফিজ়িকাল ট্রেনিং । সত্যিই অভিনব । দুবেলা ঘণ্টা দেড়েক করে ট্রেনিংয়ের অভিজ্ঞতা ভারতীয় ফুটবলারদের কাছে নতুন । শেখ সাহিলের মতো তরুণ ফুটবলার এবং সদ্য যোগ দেওয়া গ্লেন মার্টিনস বলছেন তাঁরা বিস্মিত।

শুধু ট্রেনিং করেই রেহাই নেই । ফুটবলারদের খাদ্য তালিকাও মাদ্রিদ থেকে বলে দিচ্ছিলেন হাবাস । দশ ধরনের খাদ্য তালিকার দিনক্ষণ ঠিক করে দেওয়া হচ্ছে । আপাতত চোদ্দ দিনের নিভৃতবাস পর্ব মিটে যাওয়ার পরে প্রস্তুতির দ্বিতীয় ধাপ শুরু করবেন হাবাস স্যার । দলের বিদেশি ফুটবলারদের যোগদানের পরে নতুন রুটিন শুরু হবে । এবং সেটা যে নতুন সপ্তাহে নিজে গোয়াতে উপস্থিত থেকে করবেন সেটা বলাই বাহুল্য । প্রাক মরশুমের প্রস্তুতি সঠিকভাবে করতে চান হাবাস । সেই লক্ষ্যে এতদিন অনলাইনে নির্দেশ দেওয়ার পরে এবার উপস্থিত থেকে সামলাবেন ।

ABOUT THE AUTHOR

...view details