পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Democracy Goes for A Toss: সৌরভের জন্মদিনে গণতন্ত্রের উৎসব, 'বাপি বাড়ি যা' কায়দায় 'দাদাগিরি' শাসক-বিরোধী দু'পক্ষেরই - পঞ্চায়েত নির্বাচন

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে হিংসা নতুন নয় ৷ তবে, বাম আমল হোক বা হালের তৃণমূল ৷ এই হিংসার ছবি এতদিন পঞ্চায়েতে ছিল একরতফা ৷ কিন্তু, 2023 সালে শাসকের হিংসার প্রতিরোধে পালটা হিংসাকেই বেছে নিল বিরোধীরাও ৷ তা সে রক্ত ঝরানো হোক বা ভোট লুঠ, এমনকি বোমাবাজি ও গুলি চালানো ৷ সবেতেই নির্ভীক শাসক ও বিরোধী ৷ ঠিক যেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘বাপি বাড়ি যা’ ৷

Democracy Goes for A Toss ETV BHARAT
Democracy Goes for A Toss

By

Published : Jul 8, 2023, 10:56 PM IST

কলকাতা, 8 জুলাই: 8 জুলাই তারিখটা বাঙালির কাছে এতদিন বিখ্যাত ছিল, তাদের লিভিং লেজেন্ড সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য ৷ 2023 সালের পর দিনটিতে কালো দাগ পড়ল ‘রক্তাক্ত পঞ্চায়েত’ উৎসবকে ঘিরে ৷ তবে, এবার আর একতরফা কিছু হয়নি বলে অভিযোগ ৷ সৌরভের জন্মদিনে ‘বাপি বাড়ি যা’ স্টাইলে সবপক্ষই ভোটের অশান্তিতে কমবেশি অবদান রাখল ৷ তা রক্ত ঝরানো হোক, ছাপ্পা, মারামারি, বোমাবাজি কিংবা গুলি চালানো ৷ শাসক-বিরোধী কেউ কাউকে ছেড়ে কথা বললো না এই পঞ্চায়েত নির্বাচনে ৷

‘বাপি বাড়ি যা’ বললেই মনে পড়ে সৌরভের স্টেপ আউট করে বোলারকে বাউন্ডারির বাইরে ফেলে দেওয়া ৷ যেখানে ভয়ডর বলে কোনও বস্তু থাকবে না ৷ 2023 পঞ্চায়েত নির্বাচনেও ছিল সেই ‘বাপি বাড়ি যা’ কায়দা ৷ তবে, তা ভোটদানে নয়, হিংসায় ৷ শাসক থেকে বিরোধী একে অপরের বিরুদ্ধে হিংসায় সামন অংশীদারিত্ব রাখল ৷ কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ল না ৷

2023 সালের পঞ্চায়েত নির্বাচনের দিনে এখনও পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে ৷ তবে, এই মৃত্যু একতরফা নয় ৷ শাসক ও বিরোধী উভয়পক্ষের প্রায় সমহারে মৃত্যু দেখল এবারের পঞ্চায়েত নির্বাচন ৷ শাসকের মারের বদলা পালটা মার ৷ তেমনি ছবি উঠে এল নদিয়া, মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৷ নদিয়ার চাকুলিয়ায় বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীকে ধারালো অস্ত্রের কোপ মারা হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানহাইয়া আগরওয়াল ৷

এখানেই শেষ নয় মুর্শিদাবাদে এদিন সকালে বিরোধীদের বিরুদ্ধে ৷ খড়গ্রামে ভোরবেলা দুষ্কৃতীরা তৃণমূল কর্মী সতোরুদ্দিন শেখকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে গলা কেটে খুন করে বলে অভিযোগ ৷ তাও আবার পুলিশের পোশাকে ওই দুষ্কৃতীরা এসেছিল বলে অভিযোগ উঠেছে ৷ এমনকি রেজিনগরে তৃণমূলের প্রার্থীর শ্বশুর ওয়াসিম শেখকে খুনের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে ৷ মালদার কাটোয়াতেও তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে সিপিআইএম-এর বিরুদ্ধে ৷

আরও পড়ুন:গণতন্ত্রের উৎসবে লুট ব্যালট বাক্স, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অন্যদিকে, মুর্শিদাবাদের নওদায় ভোট দিতে যাওয়ার সময় কংগ্রেস কর্মীকে বোমা মেরে খুনের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷ অন্যদিকে, লালগোলায় ভোট লুঠে বাধা দিলে সিপিআইএম কর্মীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ তবে শুধু খুনোখুনি নয় ৷ শাসকের বিরুদ্ধে হামলার যেমন অভিযোগ ছিল ৷ সেই হামলা প্রতিহত করতে, পালটা হামলার পথই বেছে নিল বিরোধীরা ৷

আরও পড়ুন:চাকদায় দেদার ছাপ্পা শাসকের ! ব্যালট পেপার পোড়ানো ও জলে ফেলার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে

অন্যদিকে, শাসকদলের বিরুদ্ধে রাজ্যের প্রায় সর্বত্রই বুথ দখল ও দেদার ছাপ্পার অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে এদিন বিরোধী দলনেতা নন্দীগ্রাম থেকে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন, যেখানেই ছাপ্পা হয়েছে, সেখানে ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে জ্বালিয়ে দেওয়া হোক ৷ যে নিদান শুধু বিজেপি নয় ৷ সিপিএমের তরফেও গুরুত্ব সহকারে পালন করা হয় ৷ যেখানেই ছাপ্পার অভিযোগ উঠেছে, সেখানেই ব্যালট ছিনিয়ে নিয়ে জলে ফেলা হল ৷ আবারও কোথাও রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ তা সে বাগদা হোক বা চাকদা ৷ সর্বত্র একই ছবি ধরা পড়েছে ৷

তবে, বিপরীত ছবিও দেখা গিয়েছে ৷ উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় সিপিআইএম দেদার ছাপ্পা মারে বলে অভিযোগ শাসকদলের ৷ আবার ভোট লুঠ করতে গিয়ে বিরোধী ছাড়াও কোথাও কোথাও সাধারণ ভোটারদের প্রতিরোধের মুখে পড়ে শাসকদল ৷ বাঁশ-লাঠি হাতে বুথ আগলে রাখতে দেখা যায় ৷ সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে শাসকের বিরুদ্ধে বিরোধীদের ‘বাপি বাড়ি যা’ মুড এবারের পঞ্চায়েতে যেন নতুন চমক !

ABOUT THE AUTHOR

...view details