কলকাতা, 13 জুলাই: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) এবার অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং গুরুপদ মাঝির বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (Enforcement Directorate) । জানা গিয়েছে, জয়দেব মণ্ডলের সাড়ে 15 কোটি টাকা এবং গুরুপদ মাঝির সাত কোটি 90 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় এবং রাজ্যের বাইরেও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এই দু'জনের বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর ।
গত বছর সেপ্টেম্বর মাসে কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির বেশ কয়েকজন সহযোগী সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল । তাদের মধ্যেই অন্যতম নাম ছিল গুরুপদ মাঝি এবং জয়দেব মণ্ডল । মূলত আসানসোল, বাঁকুড়া, রানিগঞ্জ এলাকায় তাদের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) গোয়েন্দারা ।