কলকাতা, 22 ডিসেম্বর : এবার থেকে কলকাতা পৌরনিগমের সম্পত্তি কর আদায়ের পারফরম্যান্স অনুযায়ী পদোন্নতি করা হবে বিভাগীয় আধিকারিকদের । সরকারি দপ্তরের ঢিলেঢালা মনোভাবকে বদলাতেই কর্পোরেট স্টাইলে পারফরম্যান্সের ভিত্তিতে পদোন্নতি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ।
বকেয়া সম্পত্তির কর আদায় করতে এবার বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের টার্গেট বেঁধে দেওয়া হবে । অনাদায়ী সম্পত্তি কর সংগ্রহ করার ভিত্তিতেই তাঁদের পদোন্নতি হবে। যে সমস্ত ইন্সপেক্টররা গাইডলাইন মেনে সমস্ত দায়িত্বপূরণ করবে তাঁদের পদোন্নতি করা হবে এবং যাঁরা রাজস্ব সংগ্রহ করতে ব্যর্থ হবেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, প্রায় 20 হাজার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দিতে হয় । স্থায়ী কর্মীদের বেতন রাজ্য সরকার 1 তারিখে দিয়ে দেয় । কিন্তু অ্যাসেসমেন্ট বিভাগের রাজস্ব সংগ্রহ সময়মতো না হলে কলকাতা পৌরনিগমের তহবিলে আর্থিক সংকট তৈরি হয় । সেই কারণেই কলকাতা পৌরনিগমের ইতিহাসে বকেয়া সম্পত্তি করে এই প্রথমবার সুদ ও জরিমানা মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ আরও পড়ুন :মশার উপদ্রবে নাজেহাল, প্রশ্নের মুখে পৌরনিগমের ডেঙ্গি অভিযান
তবে বকেয়া সম্পত্তি কর আদায়ের জন্য যে ওয়েভার স্কিম চালু করা হয়েছে তা শেষ হতে মাত্র 10 দিন বাকি রয়েছে । এখনও পর্যন্ত অনআদায়ী অর্থের পরিমাণ অনেক বেশি। এখনও পর্যন্ত কলকাতা পৌরনিগমের তহবিলে 100 কোটি টাকা জমা পড়েছে । এবং 28 ব্রুয়ারির মধ্যে আরও 150 কোটি টাকা জমা হওয়ার সম্ভাবনা রয়েছে । পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, বকেয়া সম্পত্তি কর জমা দিতে নাগরিকদের উৎসাহ দিতেই ইন্সপেক্টররা এবার থেকে বাড়ি বাড়ি যাবে । নাগরিকদের কাছে গিয়ে ইন্সপেক্টররা আবেদন করবেন যাতে সময়ের মধ্যে ওয়েভার স্কিমের সুযোগ নিয়ে তাঁরা বকেয়া সম্পত্তি কর জমা দিয়ে দেন।