কলকাতা, 21 এপ্রিল: মোদি আসছেন মমতার শহরে ৷ আগামিকাল ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ শেষ দু'দফায় 26 আর 29 এপ্রিল ভোট হবে কলকাতায় ৷ তাই সারা পশ্চিমবঙ্গ ঘোরা হলেও বাকি রয়েছে কলকাতা ৷ কিন্তু বাধ সেধেছে বাড়তে থাকা করোনাসংক্রমণ ৷ আর এই পরিস্থিতিতেও প্রচার ঘিরে কটাক্ষ করছেন প্রায় সব বিরোধী রাজনৈতিক দলের নেতারাই ৷
তাই ২৩ এপ্রিল শহিদ মিনারে হবে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা ৷
বিজেপি সূত্রে খবর, এদিন ভবানীপুরে জনসভা করার কথা থাকলেও কোভিডের কারণে তা বাতিল হয়ে যায় ৷ তার বদলে বেছে নেওয়া হয় কলকাতার শহিদ মিনারকে ৷ এখানে বিশাল জায়গায় উপস্থিত কর্মী-সমর্থকদের পক্ষে কোভিড বিধি মানা সম্ভব হবে । তবে মঞ্চে থাকবেন ৪-৫ জন ।
মোদির এই হাইটেক প্রচারে ইতিমধ্যে কলকাতার সপ্তম ও অষ্টম দফার ১০ টি বিধানসভা কেন্দ্রে এলইডি স্ক্রিন বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে । জনসভায় কলকাতার বিধানসভা কেন্দ্রগুলির ১০ জন প্রার্থীর সঙ্গে কেন্দ্রের ১০ জন মন্ত্রী উপস্থিত থাকবেন । তবে, সব জায়গাতেই কোভিড বিধি মেনে জনসভা করার পরিকল্পনা করা হয়েছে ।