পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ মরশুমের উষ্ণতম দিন, রাতে বৃষ্টির সম্ভাবনা - storm-rain

আজ মরশুমের সবচেয়ে উষ্ণতম দিন। আগামী দু'দিন এই তাপমাত্রা আরও বাড়বে। তবে, আকাশ আংশিক মেঘলা থাকবে।

ফাইল ফোটো

By

Published : Apr 13, 2019, 6:58 PM IST

Updated : Apr 13, 2019, 8:46 PM IST

কলকাতা, 13 এপ্রিল : আজ কলকাতার তাপমাত্রার সর্বোচ্চ 35.7 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। আজ মরশুমের সবচেয়ে উষ্ণতম দিন। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু'দিন এই তাপমাত্রা আরও 1-2 ডিগ্রি বৃদ্ধি পাবে। আজ রাতে কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভবনা আছে।

আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক উমাকান্ত সাহা বলেন, "আগামী দু'দিন কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হালকা ঝোড়ো হাওয়ার সম্ভবনা রয়েছে। এই সময় বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাই পশ্চিমবঙ্গে বজ্রবিদুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে।"

ভিডিয়োয় শুনুন উমাকান্ত সাহার বক্তব্য

তিনি আরও বলেন, "উত্তর-পশ্চিম ভারত থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে। এর ফলে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।"

Last Updated : Apr 13, 2019, 8:46 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details