পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Poll Violence : হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কাজ শুরু করেনি সিট, আজ আদালতের দৃষ্টি আকর্ষণে মামলাকারীরা

সিবিআই ও সিট গঠন করে ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত ৷ সিবিআই কাজ শুরু করলেও রাজ্য সরকার সচেষ্ট না হওয়ায় তিন সদস্যের নাম ঘোষণা হওয়ার পরেও কাজ শুরু করেনি সিট ৷ এই বিষয়েই আজ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন মামলাকারীরা ৷

Post Poll Violence
Post Poll Violence

By

Published : Aug 31, 2021, 7:35 AM IST

Updated : Aug 31, 2021, 1:18 PM IST

কলকাতা, 31 অগস্ট : ভোট-পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের নির্দেশের পর এখনও কাজ শুরু করেনি সিট (SIT) ৷ এ ব্যাপারে আজ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন মামলাকারীরা ।

মামলাকারীদের বক্তব্য, 19 অগস্ট কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ ভোট-পরবর্তী হিংসা মামলায় খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্ত এবং অন্যান্য হিংসার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট সিট গঠনের নির্দেশ দেয় । এমনকি সিটের তিন সদস্যের নামও বলে দেওয়ার পাশাপাশি আদালত নির্দেশ দেয় ছয় সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই (CBI) ও সিট-কে । কিন্তু সিবিআই কাজ শুরু করলেও এখনও সিট (Special Investigation Team) কাজ শুরু করেনি । এই বিষয়টা নিয়েই আজ মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে বলে আদালত সূত্রে খবর ।

19 অগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয় মূলত ভোট পরবর্তী সময়ে খুন, ধর্ষণ ও মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের যে সমস্ত ঘটনা ঘটেছে, বিধানসভা নির্বাচনের পর কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে সেই সব ঘটনার তদন্ত করবে সিবিআই ।

এছাড়া ভোট পরবর্তী সময়ে বাকি যে সমস্ত ঘটনা ঘটেছে তার তদন্ত করার জন্য তিন সদস্যের সিট (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) গঠন করে কলকাতা হাইকোর্ট । এই টিমের তিন সদস্য হলেন, আইপিএস সুমন বালা সাহু, সোমেন মিত্র এবং রণবীর কুমার । কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের কোনও উদ্যোগ না থাকায় সিট কাজ শুরু হয়নি ৷

উল্লেখ্য, খুন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে কাজ শুরু করে দিয়েছে সিবিআই ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে সিবিআইয়ের টিম আক্রান্তদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের গ্রেফতার করার কাজও শুরু করেছে ৷ তবে সিবিআইয়ের পক্ষপাতদুষ্টতা নিয়ে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা । কারণ জানা গিয়েছে, সিবিআই এখনও পর্যন্ত বেছে বেছে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতেই বেশি গিয়েছেন ।

আরও পড়ুন :Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপরতা, তদন্তে চারটি দল গঠন সিবিআইয়ের

Last Updated : Aug 31, 2021, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details