কলকাতা, 16 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সমালোচনা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল । গতকাল বোড়ালে নির্বাচনী সভায় গিয়ে অনুব্রত বলেন, "অমিত শাহ বাইরে থেকে গুন্ডা ভাড়া করে এনে বিদ্যাসাগরের মূর্তি ভাঙল । পশ্চিমবাংলার মানুষ ছেড়ে কথা বলবে না ।"
পশ্চিমবঙ্গের মানুষ অমিত শাহকে ছেড়ে কথা বলবে না : অনুব্রত - bjp
স্বরাষ্ট্রসচিবকে সরানো নিয়ে অনুব্রত মণ্ডল এক নির্বাচনী সভায় গতকাল বলেন, "ওইসব কে সরালো, কী সরালো তাতে বয়ে গেল আমাদের ।"
প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় রোড শো করেন অমিত শাহ । রোড শো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছালে TMCP সদস্যরা কালো পতাকা দেখাতে শুরু করে । BJP কর্মীদের সঙ্গে TMCP সদস্যদের একপ্রস্থ কথা কাটাকাটিও হয় । এরপর বিদ্যাসাগর কলেজের সামনে মিছিল পৌঁছায় । BJP-র অভিযোগ, কর্মী, সমর্থকদের উপর ইটবৃষ্টি শুরু করে TMCP । পালটা বিদ্যাসাগর কলেজে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি । যা নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি । তৃণমূলের অভিযোগ, BJP কর্মীরাই মূর্তি ভেঙেছে । যদিও BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, "গেট তো বন্ধ ছিল । তাহলে BJP কর্মীরা কলেজে ঢুকে মূর্তি ভাঙল কী করে ?" এই ইশুতে অমিত শাহর বিরুদ্ধে FIR-ও হয় আর্মহার্স্ট স্ট্রিট থানায় । চ্যালেঞ্জ গ্রহণ করে BJP সভাপতি বলেন, "দিদি আপনার FIR-এ আমি ভয় পাই না ।"
অন্যদিকে, গতকাল রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । জারি করা হয়েছে 324 ধারা । এপ্রসঙ্গে অনুব্রত বলেন, "ওইসব কে সরিয়েছে, কী সরিয়েছে তাতে বয়ে গেল আমাদের । নির্বাচন কমিশন যেটা ভালো বুঝেছে করেছে ।"