পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দোকানকর্মী ধার শোধ করতে না পারায় মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ

কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকায় ওষুধের দোকানের পাশে একটি মৃতদেহ উদ্ধার হয় । ঘটনায় দোকানের মালিক ও তার স্ত্রী সহ বেশ কয়েকজনকে আটক করে বেনিয়াপুকুর থানার পুলিশ । যুবকের বোনের বিয়ে ছিল ,তাই টাকা ধার করেছিলেন । পরিবারের অভিযোগ, ধারের টাকা শোধ না দেওয়াতে কয়েকদিন ধরেই চাপ দিচ্ছিল মালিক ৷ টাকা দিতে না পারায় তাঁকে খুন করা হয়েছে ।

দোকানকর্মী ধার শোধ করতে না পারায় খুনের অভিযোগে মালিক
দোকানকর্মী ধার শোধ করতে না পারায় খুনের অভিযোগে মালিক

By

Published : Jun 12, 2021, 6:54 PM IST

কলকাতা, 12 জুন: কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকায় ওষুধের দোকানের পাশে একটি নালা থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ, নাম রামকৃষ্ণ ঘোষাল । এই ঘটনায় দোকানের মালিক ও তার স্ত্রী সহ বেশ কয়েকজনকে আটক করে বেনিয়াপুকুর থানার পুলিশ । ঘটনাটি জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) সুদীপ সরকার ।

জানা গিয়েছে মৃত রামকৃষ্ণ ঘোষাল পাশের একটি ওষুধের দোকানে কাজ করতেন । তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার আগরপাড়ায় । পরিবারের সদস্যদের অভিযোগ, সামনেই রামকৃষ্ণের বোনের বিয়েছিল । ফলে ওষুধের দোকানের মালিকের কাছ থেকে তিনি কয়েক লক্ষ টাকা ধার করেছিলেন । বেশ কয়েকদিন ধরে সেই ধারের টাকা শোধ করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল ওই ওষুধের দোকানের মালিক ।

আরও পড়ুন...কাউকে টাকা নয়, কোভিড দেহ সৎকারে শ্মশানে হোর্ডিং কলকাতা পৌরনিগমের

গত বুধবার রাত থেকেই রামকৃষ্ণের ফোন বন্ধ ছিল এবং খুঁজেও পাওয়া যাচ্ছিল না । ফলে থানায় একটি মিসিং ডাইরি করা হয় । এরপরই এদিন সকালে দোকানের মালিক রামকৃষ্ণের পরিবারের সদস্যদের ফোন করে জানায়, দোকান সংলগ্ন একটি নালা থেকে তাঁর দেহ পাওয়া গেছে । অভিযোগ ধারের টাকা শোধ না দেওয়াতে তাঁকে খুন করা হয়েছে । ইতিমধ্যেই থানায় খুনের মামলা রুজু করেছে মৃতের পরিবার । জানা গিয়েছে, দোকানের মালিক ও তার স্ত্রী এবং কয়েকজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে ।

ABOUT THE AUTHOR

...view details