কলকাতা, 4 ডিসেম্বর : দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর গত 14 সেপ্টেম্বর থেকে চালু হয় কলকাতা মেট্রো পরিষেবা । তবে সংক্রমণের ভয় ও ই-পাসের নিউ নর্মাল নিয়মের জটিলতায় যাত্রী ভিড় তেমন একটা হয়নি গোড়ার দিকে । তবে, নভেম্বর মাসে কলকাতা মেট্রোয় যাত্রী সংখ্যা ছাপিয়ে গেল । গত মাসে যাত্রী সংখ্যা ছিল 2.4 কোটি ।
নিউ নর্মালে মেট্রো চড়ার বহু নিয়মই ধীরে ধীরে শিথিল করে দিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । যেমন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রথমদিকে বহু যাত্রীকেই ই-পাস বুকিং নিয়ে সমস্যায় পড়তে হয়েছে । তবে ই-পাসের ক্ষেত্রে যেমন মহিলা, প্রবীণ নাগরিক ও 15 বছরের নিচে যারা রয়েছে তাদের জন্য ছাড় রয়েছে, তেমনই দিনের কিছু বিশেষ সময়ে কোনও যাত্রীকেই দেখাতে হবে না ই-পাস । তাই নভেম্বর মাসে প্রায় 2.4 কোটি যাত্রী সফর করেছে ।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, গত সপ্তাহে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছে মেট্রোয় । মেট্রো রেলের এক আধিকারিক বলেন, "প্রতিদিন গড়ে যাত্রী সংখ্যা ছিল 90 হাজারের কাছাকাছি । 27 নভেম্বর যাত্রী সংখ্যা ছিল সর্বোচ্চ । 1 লাখ 13 হাজার 109 জন যাত্রী সফর করেছেন মেট্রোয় ।"
মেট্রো চলাচলের ক্ষেত্রে সমাজিক দূরত্ব বজায় রেখে পরিষেবা দেওয়াটাই ছিল কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ । তবে, কর্তৃপক্ষও ক্রমশই বিষয়টি নিজেদের আয়ত্তে আনতে পেরেছে । তাই মেট্রোর সংখ্যাও যেমন বাড়ানো হয়েছে তেমনই বাড়ানো হয়েছে প্রথম ও শেষ মেট্রো চলাচলের সময়সীমাও । অন্যদিকে অক্টোবর মাসে দুর্গাপুজো সত্ত্বেও যাত্রী সংখ্যা ছিল বেশ কম । এবছর অক্টোবর মাসে যাত্রী সংখ্যা দাঁড়িয়ে 18 লাখ 25 হাজার 407-এ । গতবছর অক্টোবরে সংখ্যাটা ছিল 1 কোটি 88 লাখ 25 হাজার 667 ।