কলকাতা, 2 জুন : ব্ল্যাক ফাংগাসে রাজ্যে আরও একজনের মৃত্যু হল ৷ এই নিয়ে রাজ্যে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল 4 জনের ৷ মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয় ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 25 জন ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হলেন ৷
কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে খবর, ওই বৃদ্ধা আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ করোনা থেকে সুস্থ হওয়ার পর ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হন তিনি ৷