পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরে বাড়ছে চুল্লি সংখ্যা, শ্মশানেই দেওয়া হবে ডেথ সার্টিফিকেট - corona death body

করোনার কোপে শহরে বাড়ছে মৃত্যুর সংখ্যা । মৃতদেহ দাহ করার কাজেও পরিজনেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন । এই অবস্থায় মৃতদেহ সৎকারের জন্য চুল্লির সংখ্যা বাড়াতে চলেছে কলকাতা পৌরনিগম । সঙ্গে মৃতদের দাহ করার পরই তাদের পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের ।

শহরে বাড়ছে চুল্লি সংখ্যা
শহরে বাড়ছে চুল্লি সংখ্যা

By

Published : May 1, 2021, 10:27 AM IST

Updated : May 1, 2021, 12:23 PM IST

কলকাতা, 1 মে : দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । করোনা ছোবলে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে বহু মানুষ । বাড়ছে শহরে মৃত্যুর সংখ্যা । গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 96 জন । শুধু মাত্র কলকাতাতেই মারা গেছেন 28 জন ,উত্তর 24 পরগনায় 20 জন, দক্ষিণ 24 পরগনায় সাতজন এবং হুগলিতে 14 জন । শহরের শ্মশানগুলির বাইরে যেন মৃতদেহের মিছিল । দাহ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতেই কলকাতায় করোনা মৃতদেহ সৎকারের জন্য চুল্লি সংখ্যা আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ।

ধাপা ও নিমতলা শ্মশানে চুল্লির সংখ্যা কম থাকায় দাহ করার জন্য সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । সেই সঙ্গে ডেথ সার্টিফিকেট হাতে পাচ্ছে না বলে অভিযোগ করছেন পরিজনেরা । এই সমস্যাগুলো সমাধান করতে ধাপায় এবং উত্তর কলকাতার নিমতলা শ্মশানে মৃতদেহ দাহ করতে চুল্লি সংখ্যা বাড়ানো হচ্ছে । এখন থেকে ধাপায় চারটি ও নিমতলায় চারটি চুল্লিতে কোরোনার দাহ করা হবে । এছাড়াও বিরজুনালা সহ অন্যান্য চুল্লিতে আগের মতোই করোনা দেহ সৎকার করা হবে । গতকাল রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন মৃতদেহ থেকে সংক্রমণের সম্ভাবনা থাকে না । যে উচ্চতাপে মানুষের দেহ দাহ করা হয় সেই তাপমাত্রায় কোনও জীবাণু বেঁচে থাকে না । সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এবার থেকে কালো প্লাস্টিক এর বদলে কালো কাপড় ব্যবহার করা হবে মৃতদেহ আবরণ করার জন্য । কালো প্লাস্টিক চুল্লিতে দাহ করতে সমস্যা হয় তাছাড়াও দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

শহরে বাড়ছে চুল্লি সংখ্যা

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ডেথ সার্টিফিকেট নিয়ে জটিলতা দূর করতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি বলেন, "করোনায় মৃতদের দাহ করার সঙ্গে সঙ্গেই ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে পরিজনদের হাতে । শ্মশানে হাতে হাতে ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে । যদি কেউ তা সংগ্রহ না করতে পারেন তাহলে কলকাতা পৌরনিগমের তরফ থেকে সেই পরিবারের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে ডেথ সার্টিফিকেট ।"

Last Updated : May 1, 2021, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details