পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 13 হাজার - কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 13 হাজার

দেশের বিভিন্ন রাজ্যের মতো এ'রাজ্যেও হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 355 জন ৷ মৃত্যু হয়েছে 11 জনের ।

image
কোরোনা ভাইরাস

By

Published : Jun 20, 2020, 4:52 AM IST

কলকাতা, 20 জুন : রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 13 হাজার ৷ রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন 355 জন ৷ মৃত্যু হয়েছে 11 জনের । ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল 529 ৷

বর্তমানে রাজ্যে মোট কোরোনা আক্রান্ত 13 হাজার 90 জন ৷ যদিও আক্রান্তের পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে ৷ এখনও পর্যন্ত 55.79 শতাংশ মানুষ কোরোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷

আরও পড়ুন :- ''চিনের কাছে মাথা নত নয়'', দেশের সুরক্ষার প্রশ্নে কেন্দ্রের পাশে মমতা

শহর কলকাতায় কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে ৷ কলকাতায় বার্তমানে কোরোনা আক্রান্ত 4 হাজার 400 জন ৷ মৃত্যু হয়েছে 322 জনের ৷ কলকাতার মতোই হাওড়া ও উত্তর 24 পরগনা জেলাতেও পরিস্থিতি উদ্বেগজনক ৷ কেবল হাওড়াতেই কোরোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2 হাজার ছুঁইছুঁই ৷

ABOUT THE AUTHOR

...view details