পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 20, 2019, 9:41 PM IST

ETV Bharat / state

কমবে উত্তরের হাওয়ার দাপট, রাজ্যজুড়ে বজায় থাকবে শীতের আবহ

আগামী 48 ঘণ্টাতে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত অব্যাহত থাকবে । তবে উত্তরের হাওয়ায় সামান্য ভাটা পড়তে পারে ।

winter weather
শীতের আবহ রাজ্যজুড়ে

কলকাতা, 20 ডিসেম্বর : আগামী 48 ঘণ্টা রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত অব্যাহত থাকবে । তবে উত্তরের হাওয়ায় সামান্য ভাটা পড়তে পারে । কিন্তু এর জেরে শীতের আমেজে বাধা পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ গোকুলচন্দ্র দেবনাথ জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্জা কেটে যাওয়ার পর এই প্রবল বেগে উত্তরের হাওয়া রাজ্যে প্রবেশ করছিল । ক্রমশ বেগ কমিয়ে এবার উত্তরের হাওয়া স্বাভাবিক ছন্দে প্রবেশ করবে । তাই আগামী 48 ঘণ্টাতেও রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠান্ডা চলবে ।


তবে পশ্চিমের জেলাগুলোতে আগামী 48 ঘণ্টার শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4-5 ডিগ্রি কম থাকবে । পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনার তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই জেলাগুলোতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে । মালদা ও মুর্শিদাবাদ জেলাতে সকালের দিকে কুয়াশার জের থাকবে । আগামী 48 ঘণ্টাতে তরাই ও ডুয়ার্স -এর জেলাগুলোতে তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার দাপট চলবে । আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে ঘন কুয়াশার দাপটে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


কলকাতার ক্ষেত্রে আগামীকাল তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম । আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ।

ABOUT THE AUTHOR

...view details