কলকাতা, 3 সেপ্টেম্বর : জালনোট পাচার চক্রের অন্যতম কিংপিন এনামুল শেখ গ্রেপ্তার । বাড়ি মালদায় । বাংলাদেশি দুষ্কৃতীদের থেকে নানা কায়দায় দেশে জালনোট ঢোকাত এনামুল ও তার সঙ্গীরা । তারপর তা ছড়িয়ে দেওয়া হত দক্ষিণ ভারতে । মূলত তেলাঙ্গানা আর অন্ধপ্রদেশে । প্রায় দু'বছর ধরে NIA এর চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এনামুল ও তার দলবল । এমনকী তার খোঁজ দিতে পারলে 25000 টাকা পুরস্কার মূল্য ধার্য করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা । এহেন কুখ্যাত দুষ্কৃতীকে অবশেষে গ্রেপ্তার করল NIA । এই গ্রেপ্তারি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে ।
2018 সালের মার্চ মাসে বিশাখাপটনমে প্রচুর টাকার জালনোট উদ্ধার করে NIA । সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় মহম্মদ মেহেবুব বেগ, সৈয়দ ইমরান, ফিরোজ শেখ এবং তাজমুল শেখকে । তাদের জিজ্ঞাসাবাদ করে এনামুল শেখের নাম পাওয়া যায় । জানা যায় মালদার মোহনপুরের এনামুল এই চক্রের কিংপিন । বাংলাদেশ থেকে যে জালনোট ভারতে ঢোকে তার একটা বড় অংশ চলে যায় এনামুলের কাছে । সেই জালনোট দক্ষিণ ভারতে ছড়িয়ে দিত এনামুল । মেহেবুব বেগ এবং সৈয়দ ইমরান তার মূল ক্যারিয়ার হিসেবে কাজ করত । তারা মাঝে মধ্যেই মালদায় আসত । তাদের থাকার ব্যবস্থা করত এনামুল । তারপর তাদের হাতে তুলে দেওয়া হতো লাখ লাখ টাকার জাল নোট ।