কলকাতা, 31 মার্চ : নিছকই খুনের চেষ্টা নয়। তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র গোয়েন্দাদের সন্দেহ ভয়াবহ বিস্ফোরণে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মেরে ফেলাই পরিকল্পনা ছিল আততায়ীদের। ফলে সিআইডির দেওয়া খুনের চেষ্টার মামলা এবং বিস্ফোরক মামলার সঙ্গে এবার ইউএপিএ ধারা যোগ করল এনআইএ।
নিমতিতা বিস্ফোরণকাণ্ডে ইউএপিএ ধারা যোগ করল এনআইএ - কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে এবার ইউএপিএ ধারা যুক্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মেরে ফেলাই ওই বিস্ফোরণের উদ্দেশ্য ছিল ৷
আরও পড়ুন : নিমতিতা বিস্ফোরণে গ্রেপ্তার আরও দুই
তদন্তভার নিয়েই এনআইএ’র গোয়েন্দারা নিমতিতা স্টেশনে গিয়ে তদন্ত চালিয়েছিল । সেখানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন গোয়েন্দারা । পাশাপাশি এই ঘটনার প্রথম পর্যায়ে যারা তদন্ত করেছিল ৷ অর্থাৎ, রেল পুলিশের বেশ কয়েকজন আধিকারিক এবং রাজ্যের সিআইডির বেশ কয়েকজন আধিকারিককে এই বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়। এনআইএ সূত্রের খবর, ঘটনাস্থলে উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবে বিস্ফোরক মজুদ করা হয়েছিল, তা পেশাদার জঙ্গী গোষ্ঠীর কাজ হলেও হতে পারে। ইতিমধ্যেই এই ঘটনায় ধৃত দু’জনকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে এনআইএর গোয়েন্দারা। ফলে এবার এই ঘটনায় ইউএপিএ ধারা যুক্ত করে ঘটনার তদন্তে গতি আনতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।