পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা, দক্ষিণবঙ্গে এখনই ঢুকছে না মৌসুমী বায়ু - The monsoon entered North Bengal

বঙ্গোপসাগর অতিক্রম করে হিমালয়ের পাদদেশের রাজ্যগুলি সহ সিকিমে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। যার প্রভাবে আজ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে ৷ তবে মহারাষ্ট্র, কর্নাটক, তেলাঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে বর্ষা প্রবেশ করেছে।

উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা
উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা

By

Published : Jun 7, 2021, 12:51 PM IST

কলকাতা, 7 জুন : দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স সিকিমে বর্ষা প্রবেশ করল ৷ সেই সঙ্গেই উত্তর-পূর্ব ভারতের বেশকিছু রাজ্যেও মৌসুমী বায়ু পৌঁছেছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ পাশাপশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়তেও প্রবেশ করেছে মৌসুমী বায়ু।

তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। পূর্বাভাস অনুযায়ী আগামী 11 তারিখ বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে ৷ সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণ বঙ্গে বর্ষা প্রবেশ করবে।

দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি চলছে। আগামী 24 ঘণ্টার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগর অতিক্রম করে হিমালয়ের পাদদেশের রাজ্যগুলি সহ সিকিমে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। যার প্রভাবে আজ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷

প্রসঙ্গত, কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি হবে আগামী 24 ঘণ্টায়। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি।

সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 87 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস ৷

আরও পড়ুন :"ও কাকু একটু জল দেবে, জল"; ত্রাণের নৌকো দেখে মিনতি শিশুদের


সেই সঙ্গেই দেশের বেশ কিছু রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর অতিক্রম করে প্রবেশ করেছে। মহারাষ্ট্র, কর্নাটক, তেলাঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে বর্ষা প্রবেশ করেছে।

ABOUT THE AUTHOR

...view details