কলকাতা, 10 সেপ্টেম্বর : অভিযুক্ত যুবকের মুখে মাস্ক ছিল । আর তাতেই হস্টেলের কর্তব্যরত সিকিউরিটি গার্ড ওই যুবককে চিকিৎসক মনে করে বাধা দেননি । ফলে গত মঙ্গলবার রাতে অবলীলায় লিফটে চেপে হস্টেলের থার্ড ফ্লোরে পৌঁছে যেতে পেরেছিল ওই যুবক । এরপর ওই ফ্লোরেই এই যুবক প্রকাশ্যে হস্তমৈথুন করছিল বলে অভিযোগ ।
অভিযুক্ত ওই যুবক বহিরাগত । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে । এদিকে এই ঘটনায় কর্তব্যরত ওই সিকিউরিটি গার্ডকে এই মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই হস্টেল বিল্ডিংয়ে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।
মঙ্গলবার, 8 সেপ্টেম্বর রাতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউ হস্টেলের থার্ড ফ্লোরে এক যুবক প্রকাশ্যে হস্তমৈথুন করে বলে অভিযোগ ওঠে । এই হস্টেলের ওই ফ্লোরে বিভিন্ন বর্ষের মহিলা পোস্ট গ্র্যাজুয়েট ও ট্রেনি ডাক্তাররা থাকেন । যুবকের ওই কাণ্ড দেখে ফ্লোরের কয়েকজন মহিলা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার চিৎকার করে ওঠেন । অভিযুক্ত ওই যুবক তখন লিফটে ওঠার চেষ্টা করে । লিফটের কাছে তখন এক মহিলা ট্রেনি ডাক্তার ফোনে কথা বলছিলেন । অভিযুক্ত যুবক ওই মহিলাকে জোর করে লিফটের ভিতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে । এই ঘটনায় অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে FIR দায়ের করা হয় । তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার অভিযুক্ত যুবককে আদালতে পেশ করা হয় । তাকে জেল হেপাজতে পাঠানো হয়েছে ।