পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেডিকেলের হস্টেলে হস্তমৈথুনে অভিযুক্ত যুবক বহিরাগত, ঢুকেছিল মাস্ক পরে ; জোরদার হল নিরাপত্তা - The man accused of masturbating in kolkata medical college hostel is an outsider

অগাস্ট মাসে হস্টেলে মেডিকেল কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই হাসপাতালের সঙ্গে যুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে । এই ঘটনার জেরে নিরাপত্তার দাবি জানিয়েছিল এখানকার পড়ুয়াদের একটি সংগঠন ।

Medical
Medical

By

Published : Sep 10, 2020, 1:03 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : অভিযুক্ত যুবকের মুখে মাস্ক ছিল । আর তাতেই হস্টেলের কর্তব্যরত সিকিউরিটি গার্ড ওই যুবককে চিকিৎসক মনে করে বাধা দেননি । ফলে গত মঙ্গলবার রাতে অবলীলায় লিফটে চেপে হস্টেলের থার্ড ফ্লোরে পৌঁছে যেতে পেরেছিল ওই যুবক । এরপর ওই ফ্লোরেই এই যুবক প্রকাশ্যে হস্তমৈথুন করছিল বলে অভিযোগ ।

অভিযুক্ত ওই যুবক বহিরাগত । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে । এদিকে এই ঘটনায় কর্তব্যরত ওই সিকিউরিটি গার্ডকে এই মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই হস্টেল বিল্ডিংয়ে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

মঙ্গলবার, 8 সেপ্টেম্বর রাতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউ হস্টেলের থার্ড ফ্লোরে এক যুবক প্রকাশ্যে হস্তমৈথুন করে বলে অভিযোগ ওঠে । এই হস্টেলের ওই ফ্লোরে বিভিন্ন বর্ষের মহিলা পোস্ট গ্র্যাজুয়েট ও ট্রেনি ডাক্তাররা থাকেন । যুবকের ওই কাণ্ড দেখে ফ্লোরের কয়েকজন মহিলা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার চিৎকার করে ওঠেন । অভিযুক্ত ওই যুবক তখন লিফটে ওঠার চেষ্টা করে । লিফটের কাছে তখন এক মহিলা ট্রেনি ডাক্তার ফোনে কথা বলছিলেন । অভিযুক্ত যুবক ওই মহিলাকে জোর করে লিফটের ভিতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে । এই ঘটনায় অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে FIR দায়ের করা হয় । তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার অভিযুক্ত যুবককে আদালতে পেশ করা হয় । তাকে জেল হেপাজতে পাঠানো হয়েছে ।

এই হস্টেল বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে একটি ক্যান্টিন রয়েছে । ক্যান্টিনে যেতে হলে বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই ক্যান্টিনে অনেক সময় বহিরাগতরাও যান বলে জানা গেছে ।

অগাস্ট মাসে হস্টেলে মেডিকেল কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই হাসপাতালের সঙ্গে যুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে । এই ঘটনার জেরে নিরাপত্তার দাবি জানিয়েছিল এখানকার পড়ুয়াদের একটি সংগঠন । এদিকে, মঙ্গলবারের ওই ঘটনার জেরে হস্টেল বিল্ডিংয়ে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

এখন থেকে ক্যান্টিনে যেতে হলে সিকিউরিটি গার্ডের কাছে নাম, পরিচয় লিখে যেতে হবে । হস্টেলে প্রবেশের সময় সিকিউরিটি গার্ডকে পরিচয়পত্র দেখাতে হবে আবাসিকদের । ক‍্যান্টিন বাদে এই বিল্ডিংয়ের অন্য কোনও ফ্লোরে যেতে হলে, গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে চেপে যেতে হয় । পরিচয় সম্পর্কে নিশ্চিত না হয়ে যাতে এই লিফটে কাউকে উঠতে দেওয়া না হয়, কর্তব্যরত সিকিউরিটি গার্ডদের তা নিশ্চিত করতে বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details