কলকাতা, 11 মার্চ: পৌরসভা ও কর্পোরেশন নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন আগেই ৷ এবারে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আবেদন জানালেন রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব ৷ আসন্ন পৌর নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হল রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে৷
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ''নির্বাচনে বিভিন্ন বিষয়ের সঙ্গে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সবধরনের নির্বাচনেই এই সমস্যাটি প্রকট ভাবে সামনে উঠে এসেছে ৷ মনোনয়নপত্র দাখিল করতে যাওয়া প্রার্থী, ব্যক্তি, নির্বাচনী এজেন্টদের নিরাপত্তা, ভোটের 48 ঘণ্টার সময়সীমা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটার, পোলিং এজেন্ট, নির্বাচন কর্মী-সহ পোলিং পার্টির নিরাপত্তা এবং ভোট গণনা প্রক্রিয়ায় যুক্ত আধিকারিকসহ প্রার্থীর কাউন্টিং এজেন্টদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের।''