কলকাতা, 10 সেপ্টেম্বর : 11/1 দুর্গা পিতুরি লেন । এই লেনেই একটি বাড়িতে কয়েক শতক ধরে আছে লাহা পরিবার । শনিবার (31 অগাস্ট) প্রথম এই বাড়িতেই ফাটল ধরা পড়ে । তৎক্ষণাৎ বাড়ি ছাড়তে বলে মেট্রো কর্তৃপক্ষ । প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে চলে যান সদস্যরা । কয়েক পুরুষ ধরে সংরক্ষিত মূল্যবান জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি । আজ মেট্রো কর্তৃপক্ষ অনুমতি দিলে বাড়িতে যান লাহা পরিবারের সদস্য দিলীপ লাহা । সবটা না পারলেও বংশ পরম্পরায় সংরক্ষিত একটি 300 বছরের পুরোনো চিতাবাঘের চামড়া উদ্ধার করে নিয়ে আসেন । তবে, এখনও অনেক মূল্যবান জিনিস বাড়ির মধ্যেই আছে । কলকাতা পৌরনিগম বাড়ি ভেঙে দেওয়ার পর মূল্যবান জিনিসগুলি আর পাবে না ভেবেই ভেঙে পড়েছে লাহা পরিবার ।
চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ । তার জেরে ধস নামে বউবাজারের কয়েকটি বাড়িতে । শনিবার বউবাজারের দুর্গা পিতুরি লেনে দিলীপ লাহার বাড়িতে প্রথম ফাটল দেখা যায় । এরপর স্যাঁকরাপাড়া লেনের কয়েকটি বাড়িতেও ফাটল দেখা যায় । ওইদিন রাত থেকে বাড়িগুলির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে । ধসে পড়ে চারটি বাড়ি । বাকি বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয় । তৎক্ষণাৎ বাড়িগুলি খালি করতে বলা হয় মেট্রোর তরফে । নির্দেশ অনুযায়ী আর পাঁচজন বাসিন্দার মতো বাড়ি খালি করে দেন দুর্গা পিতুরি লেনের দিলীপ লাহা ও তাঁর পরিবার ।