পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 জুনের মধ্যে সমস্ত কাঁচাপাট বাজারজাত করার নির্দেশ শ্রমমন্ত্রীর

রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী 10 জুনের মধ্যে সমস্ত গুদামজাত পাটকে বাজারে পাঠাতে হবে । এরপরেও কেউ বেআইনিভাবে পাঠ মজুত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জুট কমিশনার ।

10 জুনের মধ্যে সমস্ত কাঁচাপাট বাজারজাত করার নির্দেশ শ্রমমন্ত্রীর
10 জুনের মধ্যে সমস্ত কাঁচাপাট বাজারজাত করার নির্দেশ শ্রমমন্ত্রীর

By

Published : May 28, 2021, 10:09 PM IST

কলকাতা, 28 মে : বাজারে পর্যাপ্ত পাটের যোগান থাকা সত্ত্বেও কৃত্রিম উপায়ে সংকট তৈরি করছেন কিছু অসাধু ব্যবসায়ী । এবার এই অসাধু পাট ব্যবসায়ীদের বিরুদ্ধে বার্তা দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না । শুক্রবার তিনি জানান, এই মুহূর্তে বাজারে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ পাটের গোলা রয়েছে । কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই কাঁচাপাট গুদামজাত করে বাজারে আসতে দিচ্ছেন না । এর ফলে একটা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে পাটশিল্পে । কাঁচামালের অভাবে জুটমিলগুলি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মিল মালিকরা । এই অবস্থায় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করছে রাজ্য সরকার ।

এমনিতেই রাজ্যে কড়া বিধিনিষেধ চলছে । শিল্প-কলকারখানার একটা বড় অংশই বন্ধ । এই অবস্থায় রাজ্য সরকার অনুমতি দিয়েছে জুটমিলগুলো 40 শতাংশ কর্মী নিয়ে চালু রাখতে । এই অসাধু ব্যবসায়ীদের জন্য সেটাও তা সম্ভব হচ্ছে না । কাঁচামালের অভাবে একের পর এক জুটমিল বন্ধ হয়ে যাচ্ছে । এই অবস্থায় শুক্রবার যে বৈঠক অনুষ্ঠিত হয় তাতে পাট ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনওভাবেই কাঁচাপাট গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না ।

যদিও তারা সরকারকে জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যে মাত্র এক থেকে দেড় লাখ কাঁচাপাটের গোলা রয়েছে । কিন্তু সরকারি তথ্য অনুযায়ী এই পরিমাণ আরও বেশি । সরকার মনে করছে মূলত এই পাটগুলি গুদামজাত করে দাম বৃদ্ধি হলে তা বাজারে বিক্রি করা হবে । কিন্তু এই অসাধু ব্যবসায়ীদের জন্য সমস্যায় পড়বে সাধারণ চটকল শ্রমিকরা ।

আরও পড়ুন :সংঘাতপূর্ণ আচরণ গণতন্ত্রের জন্য ক্ষতিকর, মমতাকে বিঁধলেন রাজ্যপাল


মূলত সাধারণ শ্রমিকদের কথা ভেবে এদিন রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী 10 জুনের মধ্যে সমস্ত গুদামজাত পাটকে বাজারে পাঠাতে হবে । এরপরেও কেউ বেআইনিভাবে পাঠ মজুত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জুট কমিশনার ।
এদিন শ্রমমন্ত্রী আরও বলেন, ‘‘রাজ্যে বেআইনি মজুতদারদের জন্য এই মুহূর্তে 14টি পাটকল বন্ধ । কড়া বিধিনিষেধের মধ্যে বহু শ্রমিক-কর্মী কর্মহীন । তাই পাটশিল্পকে বাঁচাতে এই বাস্তুঘুঘুর বাসা আমাদের ভাঙতেই হবে ।’’

ABOUT THE AUTHOR

...view details