কলকাতা, 28 মে : বাজারে পর্যাপ্ত পাটের যোগান থাকা সত্ত্বেও কৃত্রিম উপায়ে সংকট তৈরি করছেন কিছু অসাধু ব্যবসায়ী । এবার এই অসাধু পাট ব্যবসায়ীদের বিরুদ্ধে বার্তা দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না । শুক্রবার তিনি জানান, এই মুহূর্তে বাজারে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ পাটের গোলা রয়েছে । কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই কাঁচাপাট গুদামজাত করে বাজারে আসতে দিচ্ছেন না । এর ফলে একটা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে পাটশিল্পে । কাঁচামালের অভাবে জুটমিলগুলি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন মিল মালিকরা । এই অবস্থায় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করছে রাজ্য সরকার ।
এমনিতেই রাজ্যে কড়া বিধিনিষেধ চলছে । শিল্প-কলকারখানার একটা বড় অংশই বন্ধ । এই অবস্থায় রাজ্য সরকার অনুমতি দিয়েছে জুটমিলগুলো 40 শতাংশ কর্মী নিয়ে চালু রাখতে । এই অসাধু ব্যবসায়ীদের জন্য সেটাও তা সম্ভব হচ্ছে না । কাঁচামালের অভাবে একের পর এক জুটমিল বন্ধ হয়ে যাচ্ছে । এই অবস্থায় শুক্রবার যে বৈঠক অনুষ্ঠিত হয় তাতে পাট ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনওভাবেই কাঁচাপাট গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না ।