পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুপার স্প্রেডারদের সপ্তাহে পাঁচদিন কোভিশিল্ডের প্রথম ডোজ দেবে কলকাতা পৌরনিগম

স্পেশাল ক্যাটাগরিতে সুপার স্প্রেডার, যেমন সমস্ত রকম পরিবহনকর্মী, হকার, বাজারের সবজি-মাছ বিক্রেতা, দোকানদার, ব্যবসায়ী ও তৃতীয় লিঙ্গের মানুষদের বিনামূল্যে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে ।

সুপার স্প্রেডারদের সপ্তাহে পাঁচদিন কোভিশিল্ডের প্রথম ডোজ দেবে কলকাতা পৌরনিগম
সুপার স্প্রেডারদের সপ্তাহে পাঁচদিন কোভিশিল্ডের প্রথম ডোজ দেবে কলকাতা পৌরনিগম

By

Published : May 20, 2021, 11:02 PM IST

কলকাতা, 20 মে : 24 ঘণ্টার মধ্যেই পাল্টে ফেলা হল করোনা টিকাকরণের কলকাতা পৌরনিগমের কর্মসূচি । গতকাল কলকাতা পৌরনিগম ঘোষণা করেছিল পৌরনিগমের 96টি স্বাস্থ্য কেন্দ্র থেকে শুধুমাত্র সোমবার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে । এবং বৃহস্পতি, শুক্র, ও শনিবার স্পেশাল ক্যাটাগরিতে সুপার স্প্রেডারদের কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হবে । এই বিজ্ঞপ্তিকে বাতিল করে দিয়ে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে ফের নতুন বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পৌরনিগম । নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে কলকাতা পৌরনিগমের 98টি সেন্টার থেকে সপ্তাহের 5 দিন দেওয়া হবে কোভিশিল্ড ভ্যাকসিন ।

এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, শুধু বুধবার বাদ দিয়ে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিনই কলকাতা পৌরনিগমের 98টি স্বাস্থ্য কেন্দ্র থেকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে । স্পেশাল ক্যাটাগরিতে সুপার স্প্রেডার, যেমন সমস্ত রকম পরিবহনকর্মী, হকার, বাজারের সবজি-মাছ বিক্রেতা, দোকানদার, ব্যবসায়ী ও তৃতীয় লিঙ্গের মানুষদের বিনামূল্যে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে । 45 বছরের ঊর্ধ্বে আগামী সোমবার থেকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে । বুধবার পোলিও সহ অন্যান্য টিকা দেওয়া হবে শিশুদের । কলকাতার টালিগঞ্জ, যাদবপুরের একাংশ, যোধপুর পার্ক, নিউ আলিপুর, কলেজ গার্ডেন এলাকায় করোনার সংক্রমণ সবথেকে বেশি । কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে করোনা আক্রান্তদের বাড়ি স্যানিটাইজেশান করবে কলকাতা পৌরনিগম ।

রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে এবার সরকারি অফিসগুলোতে টিকাকরণ শুরু করা হবে । ইতিমধ্যেই পর্যটন দফতরে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে । এর পাশাপাশি রাজ্য সরকার কলকাতা পৌরনিগমকে নির্দেশ দিয়েছে ব্ল্যাক ফাংগাস সংক্রমণের বিষয়ে নজর রাখতে ।

এদিন অতীন ঘোষ জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত 5 থেকে 6 জনের মধ্যে এই ছত্রাকের সংক্রংমণ দেখা গিয়েছে । উদ্বেগের কারণ না থাকলেও রাজ্য স্বাস্থ্য দফতর বিষয়টিতে নজর রাখতে নির্দেশ দিয়েছে পৌরনিগমকে । তাই পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের ব্ল্যাক ফাংগাস নিয়ে নজর রাখতে বলা হয়েছে ।

আরও পড়ুন :আপাতত রাজ্যে কৃষক সম্মান নিধির কিস্তি বন্ধ হোক, মোদিকে চিঠি দিলীপের

ABOUT THE AUTHOR

...view details