কলকাতা, 8 জানুয়ারি : দিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে দা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া (ICAI)। আগামীকাল থেকে 11 জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন । থিম-মিশন 5 ট্রিলিয়ন । বিশ্ব বাণিজ্যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট একটি এমন শক্তি হিসেবে কাজ করে যা প্রতিকূল পরিস্থিতিতেও অসাধারণ কাজ করে । অর্থনীতিকে চাঙ্গা করতে ঠিক সেভাবেই পর্যাপ্ত শক্তির প্রয়োজন । এই লক্ষ্যকে মাথায় রেখে এই সম্মেলনের আয়োজন ।
দিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন ICAI-র - থিম-মিশন 5 ট্রিলিয়ন
আগামীকাল থেকে 11 জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে দা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া (ICAI)।
বিশ্বের নানা ব্যবসায়ী সংস্থাগুলি কীভাবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংকে সফলভাবে প্রয়োগ করেছে এবং ভারতের নানা ক্ষেত্রে পরিকল্পনা নিতে তা কীভাবে সাহায্য করবে এনিয়েই এই সম্মেলনে আলোচনা হবে । অ্যামেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, চিন, জার্মানি, জাপান, কোরিয়া সহ দেশ-বিদেশের শিল্পক্ষেত্র ও বাণিজ্যক্ষেত্রের বিশিষ্টরা এই সম্মেলনে যোগ দিতে পারেন । প্রায় 2000 প্রতিনিধি থাকবেন । যার মধ্যে 150-200 জন বিদেশি প্রতিনিধি থাকবেন । 85,000 সদস্য ও 5,00,000 -র বেশি ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিতে সম্মেলনটির সরাসরি সম্প্রচার হবে ।
ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া একটি সরকারি সংস্থা । এটি কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ । দেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে পড়ানো ও প্রশিক্ষণের কাজ করে এই সংস্থা । ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় কলকাতায় । দিল্লিতেও আর একটি কার্যালয় রয়েছে । এছাড়াও আঞ্চলিক স্তরে চারটি কাউন্সিল ও দেশে বিদেশে একাধিক শাখা রয়েছে ।