কলকাতা, 8 জুলাই : টাকার অভাব । তাই জুনিয়র ডাক্তারদের পাঁচ মাসের বর্ধিত ভাতা দিতে পারছেন না কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে এমন সিদ্ধান্ত কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন । যদিও আন্দোলনের সঙ্গে এই সিদ্ধান্তের কোনও যোগ নেই বলে মনে করছেন জুনিয়র ডাক্তাররা ৷ অপরদিকে, মেডিকেল কলেজের এই ঘোষণাকে চূড়ান্ত প্রবঞ্চনা হিসেবে উল্লেখ করেছে চিকিৎসকদের একাংশ ৷
টাকার অভাবে গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ইন্টার্ন ডাক্তার ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারদের বর্ধিত ভাতা এখনই দেওয়া যাচ্ছে না । 2 জুলাই কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাকাউন্ট অফিসারের সই করা একটি নোটিসে এমনই জানানো হয়েছে ৷ পাশাপাশি ওই নোটিসে বলা হয়, বকেয়া বর্ধিত ভাতা যাতে দেওয়া সম্ভব হয়, তার জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে অবিলম্বে অর্থ বরাদ্দের আর্জি জানানো হয়েছে । টাকা পেলেই জুনিয়র ডাক্তারদের বকেয়া এই বর্ধিত ভাতা দ্রুত দিয়ে দেওয়া হবে ।
তবে, মেডিকেল কলেজের এই নোটিসকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস ও ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটা বলেন, "এটা চূড়ান্ত প্রবঞ্চনা ।" পাশাপাশি তিনি বলেন, "2008-এর 14 অগাস্ট সরকারি এক নির্দেশে জানানো হয়েছিল, স্থায়ী পদে কর্মরত সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধি আবশ্যিকভাবে হবে ।"