পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা-বিধি মেনেই প্রতিমা নিরঞ্জন, পর্যবেক্ষণে কলকাতা পৌরনিগম - The idol immersion is going on according to the Corona rules, situation is under observation by Kolkata Municipal Corporation

গতকালই কলকাতার 50% প্রতিমার নিরঞ্জন হয়েছে বিভিন্ন ঘাটগুলিতে । বাজা কদমতলা ঘাটে মধ্যরাত পর্যন্ত প্রায় সাড়ে 600 প্রতিমা নিরঞ্জন হয়েছে । আজ দিনভর প্রতিমা নিরঞ্জন চলবে । দ্রুত প্রতিমা নিরঞ্জন করে ঘাটগুলি থেকে কাঠামো সাফাই করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

The idol immersion is going on according to the Corona rules, situation is under observation by Kolkata Municipal Corporation
কোরোনা বিধি মেনেই প্রতিমা নিরঞ্জন, পর্যবেক্ষণে কলকাতা পৌরনিগম

By

Published : Oct 27, 2020, 2:31 PM IST

কলকাতা, 27 অক্টোবর : আজ সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনের পালা শুরু হয়েছে । একে একে প্রতিমা আসছে ঘাটগুলিতে । বাজা কদমতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্যবেক্ষণ করতে আজ সকালে এসেছিলেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও উদ্যান বিভাগের প্রধান দেবাশিস কুমার ।

তিনি জানান , " গতকালই কলকাতার 50% প্রতিমার নিরঞ্জন হয়েছে বিভিন্ন ঘাটে । বাজা কদমতলা ঘাটে মধ্যরাত পর্যন্ত প্রায় সাড়ে 600 প্রতিমা নিরঞ্জন হয়েছে । আজ দিনভর প্রতিমা নিরঞ্জন চলবে । দ্রুত প্রতিমা নিরঞ্জন করে ঘাটগুলি থেকে কাঠামো সাফাই করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রতিমা গঙ্গায় নিরঞ্জন করার সঙ্গে সঙ্গেই পৌরনিগমের ক্রেনের সাহায্যে সঙ্গে সঙ্গে কাঠামোগুলিকে তুলে ফেলা হচ্ছে । জল থেকে তুলে ঘাটের ধারে রাখা হচ্ছে । সেই সঙ্গেই পুজোর সামগ্রী ফুল বেলপাতা ঘাটের ধারে রাখা হচ্ছে । কলকাতা পৌরনিগমের গাড়ি কাঠামো ও ফুল বেলপাতাগুলিকে সরিয়ে ধাপায় নিয়ে যাচ্ছে । অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘাট সাফাইয়ের কাজ করা হচ্ছে ৷ পাশাপাশি, 1 ঘণ্টা অন্তর বাবুঘাট ও তার পার্শ্ববর্তী ঘাটগুলিকে জীবাণুমুক্তকরণের কাজ চলছে । যারা প্রতিমা নিরঞ্জন করতে আসছেন প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে হচ্ছে ৷ বজার রাখতে হচ্ছে সামাজিক দূরত্ব । প্রতিমার সঙ্গে পাঁচ থেকে ছয় জনের বেশি যাতে ঘাটে না আসে , সেজন্য বাড়তি নজর রাখা হচ্ছে । "

কোরোনা বিধি মেনেই প্রতিমা নিরঞ্জন, পর্যবেক্ষণে কলকাতা পৌরনিগম

আজ সকাল থেকে ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে । প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সাফাইয়ের কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হচ্ছে । নির্দেশ অনুযায়ী, আজ ও আগামীকাল প্রতিমা নিরঞ্জন করা যাবে । গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন প্রতিমা নিরঞ্জন পর্যবেক্ষণ করতে । কোরোনা বিধি মেনেই যাতে সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন হয় সেই বিষয়ে তৎপর কলকাতা পৌরনিগম । এই কাজের জন্য অতিরিক্ত পৌরকর্মী মোতায়েন করা হয়েছে । এছাড়াও পুলিশ, ডুবুরি, ডিজ়াস্টার ম্যানেজমেন্টের কর্মীরা উপস্থিত রয়েছেন ঘাটগুলিতে ৷ যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে গঙ্গার ঘাটগুলিতে চালানো হচ্ছে কড়া নজরদারি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details