কলকাতা, ১ ফেব্রুয়ারি : আজও সকাল থেকেই সক্রিয় নির্বাচন কমিশন। শুরু হয়েছে আয়কর, আবগারি, পরিবহন, বাণিজ্যিক কর প্রভৃতির কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক। খরচ সংক্রান্ত বিষয়ের নোডাল অফিসারও আছেন এই বৈঠকে। তবে এরপরেই শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। যেখানে প্রায় চূড়ান্ত হয়ে যাবে লোকসভা ভোটের রুপরেখা। যেখানে ফুল বেঞ্চের মুখোমুখি বসবেন মুখ্যসচিব, রাজ্য পুলিশের DG।
কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক, তালিকায় নেই স্বরাষ্ট্রসচিব - election commission
কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক। সাধারণভাবে এই বৈঠকে স্বরাষ্ট্র সচিবও থাকেন। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে পাওয়া তালিকায় স্বরাষ্ট্র সচিবের নাম না থাকলেও আজ বৈঠকে তিনি উপস্থিত ছিলেন।
সাধারণভাবে এই বৈঠকে থাকেন স্বরাষ্ট্র সচিবও। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে যে তালিকা পাওয়া গেছে তাতে তাঁর নাম নেই। নাম না থাকলেও এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
নির্বাচনে খরচ নিয়ে অভিযোগ ওঠে ভুড়িভুড়ি। সেই সূত্রেই বেঁধে দেওয়া হয়েছে খরচ। কিন্তু তারপরেও খরচ নিয়ে অভিযোগ ওঠা বন্ধ হয়নি। বিষয়টিকে ব্যাপক গুরুত্ব দেয় কমিশন। সেই সূত্রেই নোডাল অফিসারের সঙ্গে চলছে বৈঠক। পাশাপাশি কোথাও কোথাও মদ বিলি সংক্রান্ত অভিযোগও ওঠে। সেক্ষেত্রেও কড়া নজর রাখা হবে। ভোটকর্মীদের পরিবহনের বিষয়টি নিশ্চিত করতে পরিবহন বিভাগের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলছে কমিশন।