পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফান দুর্নীতিতে ক্যাগের তদন্তের নির্দেশ পুর্নবহাল রাখল হাইকোর্ট - আমফান দুর্নীতিতে ক্যাগকে তদন্তের নির্দেশ

কলকাতা হাইকোর্টের প্রধান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায়, এখনও পর্যন্ত আমফানে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করে ক্যাগকে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে ৷

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

By

Published : Dec 4, 2020, 4:09 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : আমফান দুর্নীতিতে ক্যাগকে তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছিল রাজ্য সরকার ৷ সেই আর্জি আজ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 1 ডিসেম্বরের রায় বহাল রাখল। রাজ্যে সরকারের আইনজীবী কিশোর দত্ত, প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আজ জানান আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় রাজ্যের আরও কিছু বক্তব্য রয়েছে । সেগুলো শোনা হোক। কিন্তু প্রধান বিচারপতি বলেন রাজ্যকে অনেক সময় দেওয়া হয়েছিল, আর সম্ভব নয় । প্রয়োজনে তারা শীর্ষ আদালতে আবেদন করতে পারেন ।

1 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানায়, এখনও পর্যন্ত আমফান ঝড়ে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করে ক্যাগকে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে ৷ ক্যাগ খতিয়ে দেখবে ক্ষতিগ্রস্ত কতজনকে টাকা দেওয়া হয়েছে এবং কতজন টাকা পায়নি ৷ যারা টাকা পেয়েছে কিসের ভিত্তিতে পেয়েছে ইত্যাদি ৷ পাশাপাশি ক্যাগেকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :- আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগের মামলায় CAG তদন্তের নির্দেশ

রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া সত্ত্বেও আমফান ঝড়ের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেই ব্যাপারে রাজ্য হলফনামা জমা দেয়নি ৷ এরপর 1 ডিসেম্বর ক্যাগকে তদন্ত করার নির্দেশ দেয় ৷ স্বাভাবিকভাবেই এই নির্দেশে অস্বস্তিতে রাজ্য সরকার ৷ আগামী বিধানসভা নির্বাচনে আমফান দুর্নীতিকে বিরোধী রাজনৈতিক দলগুলো হাতিয়ার করতে পারে ৷ সেই কথা ভেবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে পুনঃবিবেচনার আবেদন জানানো হয়।

ABOUT THE AUTHOR

...view details