কলকাতা, 15 অক্টোবর : দুর্গাপুজোকে কেন্দ্র করে COVID-19-এর সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় রাজ্য স্বাস্থ্য কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। আর তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ ব্যাবস্থা নিতে চলেছে কমিশন ৷ যে সব চিকিৎসক COVID-19 রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত নন, তাঁদেরকে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করল কমিশন । উৎসবের মরশুমে চিকিৎসকদের শহরে থাকার অনুরোধ করছে কমিশন । বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন রাজ্য স্বাস্থ্য কমিশনের ৷
রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বছরের এই চারটা দিন আমরা অপেক্ষা করে থাকি । মাকে ঘিরে এটা আমাদের জাতীয় উৎসব । এই সময়ে আমরা ভয় পাচ্ছি যে, ভিড়ের কারণে এই রোগের প্রাদুর্ভাব যেনও বেড়ে না যায় ৷ তাই সরকারি ও বেসরকারি ক্ষেত্রে তৈরি থাকার চেষ্টা করছি ৷ আমরা বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বসে নানা রকমভাবে পরিকাঠামোর উন্নতি করার চেষ্টা করছি ।"