পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে দৈনিক আক্রান্তের রেকর্ড, বাড়ছে সুস্থতার হারও - করোনার কবলে বাংলা

শেষ 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 20 হাজার 839 জন ৷ গতকাল এই সংখ্যাটি ছিল 20 হাজার 377 জন ৷ আজ সুস্থ হয়েছেন 19 হাজার 181 জন ৷

করোনা আক্রান্ত 20 হাজারের বেশি
করোনা আক্রান্ত 20 হাজারের বেশি

By

Published : May 13, 2021, 9:01 PM IST

কলকাতা , 13 মে : রাজ্যে করোনা আক্রান্তর সুস্থতার হারে সামান্য উন্নতি হল ৷ গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল 86.57 শতাংশ ৷ সেখানেই শেষ 24 ঘণ্টায় সুস্থতার হার 86.68 শতাংশ ৷ তবে সংখ্যার বিচারে আজ গতকালের থেকে কম মানুষ সুস্থ হয়েছেন ৷

শেষ 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 20 হাজার 839 জন ৷ যা দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড রাজ্যে ৷ গতকাল এই সংখ্যাটি ছিল 20 হাজার 377 জন ৷ আজ সুস্থ হয়েছেন 19 হাজার 181 জন ৷ আজ মৃতের সংখ্যা কমেছে ৷ আজ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 129 জন ৷ যেখানে গতকাল করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল 135 জন ৷

রাজ্যে আজ সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে 70 হাজার 473টি ৷ এই নিয়ে এখনও পর্যন্ত মোট 1 কোটি 12 লাখ 39 হাজার 416টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৷ বর্তমানে রাজ্যে স্যাম্পেল পরীক্ষা করার জন্য ল্যাবের সংখ্যা 113টি ৷

আরও পড়ুন :- ফের উত্তরপ্রদেশ, এবার গঙ্গার চরে উদ্ধার একাধিক মৃতদেহ

তবে আজও করোনা আক্রান্তের বিচারে শীর্ষে আছে উত্তর 24 পরগনা ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 4 হাজার 131 জন ৷ অন্যদিকে শহর কলকাতায় শেষ 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3 হাজার 924 জন ৷

ABOUT THE AUTHOR

...view details