পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা : স্বরাষ্ট্রসচিব - alapon bandhopadhyay

হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা ৷ ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যায়নি কোনও আঘাতের চিহ্ন ৷ বললেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

The death of the Hemtabad BJP MLA is probably suicide; Home Secretary
হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা ; স্বরাষ্ট্রসচিব

By

Published : Jul 14, 2020, 1:34 PM IST

Updated : Jul 14, 2020, 2:02 PM IST

কলকাতা, 14 জুলাই : "হেমতাবাদের BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা ৷" বললেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "একটি মোবাইল দোকানের সামনে থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে ৷ সেই মোবাইলের দোকানে তিনি মাঝেমধ্যেই যেতেন ৷ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয় ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেছে ৷ তাঁর ঘাড়ে কালসিটের দাগ দেখা গেছে ৷ বাঁ হাতে একটি ক্ষতচিহ্ন ছিল ৷ চিকিৎসকদের মতে, এই আঘাতের চিহ্নগুলি অ্যান্টি মর্টেম ৷ এছাড়া আর কোনও ক্ষতচিহ্ন তাঁর শরীরে নেই ৷ রিপোর্ট অনুযায়ী ঝুলেই তাঁর মৃত্যু হয়েছে ৷ এরপর প্রাসঙ্গিক ঘটনা দেখে প্রাথমিকভাবে রাজ্য পুলিশের অনুমান ঘটনাটি সম্ভবত আত্মহত্যার ৷"

সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আরও বলেন, " মৃতের শার্টের পকেট থেকে একটি নোট পাওয়া গেছে ৷ তাতে দু'জনের ছবি ও মোবাইল নম্বর আছে ৷ তাদের সম্পর্কে কোনও মন্তব্য তিনি ওই নোটে করে গেছেন ৷ রাজ্য পুলিশ ওই দু'জনের তল্লাশি করছে ৷ এলাকায় টাকা দেওয়া-নেওয়া বা সুদ সম্পর্কিত ঘটনা ছিল ৷ পুলিশ এবিষয়ে তদন্ত করছে ৷ রাজ্য সরকার স্পষ্টভাবে জানাচ্ছে , ঘটনার স্বচ্ছভাবে তদন্ত হবে ৷ পূর্ণ তদন্ত হবে ৷ ঘটনার তদন্তভাব CID-কে দেওয়া হয়েছে ৷ কোনও রাজনৈতিক মত এই তদন্তে হস্তক্ষেপ বা প্রভাবিত করবে না ৷ "

হেমতাবাদে BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা : স্বরাষ্ট্রসচিব

এবিষয়ে পুলিশ ও রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, এই ধরনের ঘটনা আত্মহত্যার ক্ষেত্রে হয়ে থাকে । তবে, আত্মহত্যার কারণ প্রসঙ্গে মুখ খোলেনি পুলিশ ৷ পুলিশের একাংশের দাবি, বিভিন্ন জায়গা থেকে ব্যবসার জন্য দেনা করেছিলেন বিধায়ক৷ সময়মতো ঋণ মেটাতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ৷ সেইকারণে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি । যে দু’জন ব্যক্তির নাম সুইসাইড নোটে লেখা রয়েছে তাদের খোঁজ করছে পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পিছনে আসল সত্য জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।

এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "দেবেন্দ্রনাথবাবুর ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে । রিপোর্ট অনুযায়ী গলায় ফাঁসের কারণে তাঁর মৃত্যু হয়েছে । " হেমতাবাদ থেকে গতকাল BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বাড়ি থেকে কিছু দূরে একটি দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানায় BJP । ঘটনায় CBI তদন্তের দাবি তোলেন দলীয় নেতৃত্ব ।

Last Updated : Jul 14, 2020, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details