পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

15 মার্চ পর্যন্ত বাড়তে চলেছে সহকারি অধ্যাপক পদে আবেদনের সময়সীমা - কলেজ সার্ভিস কমিশন

কলেজ সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত চূড়ান্ত সিমেস্টারের ফলাফল প্রকাশ করেনি। সেই সব বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া কমিশনের কাছে আবেদন করে, যদি সময়সীমা মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়, তাহলে তাঁরাও আবেদন করতে পারবেন । ওই সকল পড়ুয়া নেট বা সেট পরীক্ষা উত্তীর্ণ হলেও চূড়ান্ত সিমেস্টারের ফলাফল প্রকাশিত না হওয়ায় আবেদন করতে পারছেন না। সেই সকল পড়ুয়ার স্বার্থরক্ষায় মূলত আবেদনের সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত নেয় কমিশন ।

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন

By

Published : Feb 21, 2021, 10:58 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : 15 মার্চ পর্যন্ত সহকারি অধ্যাপক পদের জন্য আবেদনের সময়সীমা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন । সোমবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হবে কমিশনের তরফে । রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত জেনারেল ডিগ্রি কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে সহকারি অধ্যাপক পদে নিয়োগের জন্য গত 31 জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছিল কলেজ সার্ভিস কমিশন । তা চলার কথা ছিল 15 ফেব্রুয়ারি পর্যন্ত । সেই সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বর্ধিত করতে চলেছে কমিশন ।

নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন করার শেষ তারিখ ছিল 15 ফেব্রুয়ারি । কিন্তু, তারপরেও আবেদন করার লিঙ্ক খোলা রয়েছে কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে । কারণ খুঁজতে কমিশনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, প্রতি বছরই প্রথমে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয় । তারপরে সেই সময়সীমা শেষ হলে তা আরও কয়েকদিন বাড়ানো হয় । যাতে কোনও প্রার্থী, কোনও কারণে নির্ধারিত সময়সীমায় আবেদন করতে না পারলে তিনি যেন বঞ্চিত না হন । এবারও সেই অনুযায়ী প্রথমে সাতদিন বাড়ানো হয়েছিল আবেদনের সময়সীমা। কমিশন সূত্রে খবর, সেই সাতদিন অতিক্রান্ত হলেও বন্ধ হবে না আবেদন গ্রহণ প্রক্রিয়া । কারণ, সময়সীমা 15 মার্চ পর্যন্ত বাড়ানো হবে । কিন্তু কেন ?

কলেজ সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত চূড়ান্ত সিমেস্টারের ফলাফল প্রকাশ করেনি। সেই সব বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়া কমিশনের কাছে আবেদন করে, যদি সময়সীমা মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়, তাহলে তাঁরাও আবেদন করতে পারবেন । ওই সকল পড়ুয়া নেট বা সেট পরীক্ষা উত্তীর্ণ হলেও চূড়ান্ত সিমেস্টারের ফলাফল প্রকাশিত না হওয়ায় আবেদন করতে পারছেন না। সেই সকল পড়ুয়ার স্বার্থরক্ষায় মূলত আবেদনের সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত নেয় কমিশন । পাশাপাশি, 2018 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ভূগোল ও কেমিস্ট্রি বিষয়ের যে প্যানেল প্রকাশিত হয়েছিল সেগুলির বৈধতা যথাক্রমে 9 এবং 6 মার্চ শেষ হচ্ছে । সেই প্যানেলে থাকা প্রার্থীরাও যাতে কোনও দ্বিধা ছাড়াই নতুন বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করতে পারেন তার জন্যও এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সময়সীমা বৃদ্ধি করা নিয়ে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর বলেন, " ইচ্ছুক প্রার্থীরা যারা আবেদন করতে পারেননি, তাদের সমস্যা নিরসনের জন্য আমরা সময়সীমা বাড়াতে চলেছি । কোরোনা অতিমারি, ইন্টারনেট সমস্যা বা অন্য কোনও সমস্যার কারণে যারা আবেদন করতে পারেননি তাঁদের কথা ভেবে আমরা আগেই সাতদিন সময়সীমা বড়িয়েছিলাম । তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের ফলাফল অতি শীঘ্রই প্রকাশিত হবে, এই রকম কিছু পড়ুয়ার কাছ থেকে আবেদন এসেছিল সময়সীমা বাড়ানোর জন্য । এইসব কথা ভেবে আমরা 15 মার্চ পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ।" সোমবারই সময়সীমা বৃদ্ধির কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে।’’

আরও পড়ুন : বাংলায় হোক সেট-এর প্রশ্নপত্র, ইউজিসি-তে দরবার কলেজ সার্ভিস কমিশনের


চলতি বছর ৪৪টি বিষয়ে সহকারি অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন । বিজ্ঞপ্তিতে জানানো হয়নি শূন্যপদের সংখ্যা । তবে, কলেজ সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, 2018 সালের বিজ্ঞাপনের ভিত্তিতে 2 হাজার 820টি শূন্যপদ ছিল। তার মধ্যে 2 হাজার 393টি শূন্যপদে প্রার্থী সুপারিশ করে দিয়েছিল কমিশন । ক্যাটাগরি অনুযায়ী প্রার্থী না পাওয়ায় 427টি শূন্যপদ এখনও রয়েছে কমিশনের কাছে । পাশাপাশি, 2020 সালের 31 ডিসেম্বর 450টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজকে কমিশনের তরফে বলা হয়েছে, আগামী 1 বছরের মধ্যে যত শূন্যপদ তৈরি হবে তা 2021 সালের 31 মার্চের মধ্যে কমিশনকে জানাতে ।

ABOUT THE AUTHOR

...view details