কলকাতা, 20 জুন : কোরোনা সংক্রমণ রুখতে দিনরাত পরিশ্রম করেছিল পুলিশ । কিন্তু সেই পুলিশের এখন নীলকন্ঠের দশা । প্রতি পদে বিপদ বাসা বেঁধে আছে । কর্তারা নানাবিধি সুরক্ষা পরিকল্পনা করছেন । কিন্তু কর্তব্যে অবিচল কলকাতা পুলিশবাহিনী । তাই কলকাতা পুলিশে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তৈরি হচ্ছে আতঙ্ক । বিক্ষোভ শুরু হয়েছে কলকাতা পুলিশে অন্দরেই । লালবাজারের কর্তারা বুঝেছেন কর্মীদের মনোবল বাড়ানো অত্যন্ত প্রয়োজন । সেই হারানো মনোবল ফেরাতে এবার উদ্যোগী নগরপাল অনুজ শর্মা ৷ আগামী সপ্তাহ থেকে কলকাতা পুলিশের প্রতিটা ডিভিশন ঘুরে দেখবেন তিনি ৷ দেখা করবেন কোরোনা জয়ী পুলিশকর্মীদের সঙ্গে ৷
মাস দেড়েক আগে কোরোনায় সংক্রমণ হয়েছিলেন গার্ডেনরিচ থানার OC-র । সেটাই ছিল কলকাতা পুলিশের প্রথম সংক্রমণের ঘটনা । তার জেরে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। বদলি করা হয়েছিল OC-কে । সেই ঘটনার পর পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে ছুটে গিয়েছিলেন খোদ পুলিশ কমিশনার অনুজ শর্মা । তারপর হুগলি নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। কলকাতা পুলিশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 300-র কাছাকাছি । তবে এর মধ্যে সুস্থ হয়েছেন শতাধিক পুলিশকর্মী । গার্ডেনরিচ, প্রগতি ময়দান, বউবাজার, বেলেঘাটা থানার OC-রা সুস্থ হয়েছেন । বড়তলা, গড়ফা থানার অতিরিক্ত OC-রাও এখন কোরোনা মুক্ত । আক্রান্ত 16জন পুলিশকর্মী সুস্থ হয়ে গেছেন গড়ফা থানায় । কিন্তু ঘটনা হল প্রায় প্রতিদিন নতুন নতুন সংক্রমনের ঘটনা ঘটছে ।