কলকাতা, 27 নভেম্বর : বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেল । ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে চলছে সামারি রিভিশনের কাজ । তার মাঝে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। আজ সেই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে ভোটের প্রস্তুতি সংক্রান্ত একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক উত্তাপ। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজনীতির মহারণ। ইতিমধ্যেই কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী লাগবে তা জানতে চাওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সঠিক সংখ্যার হিসেব দিতে না পারলেও জানিয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে দিতে হবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, এখনও পর্যন্ত স্পর্শকাতর বুথের সংখ্যা চিহ্নিত করা যায়নি, সেই কারণেই সংখ্যার নিরিখে কেন্দ্রীয় বাহিনী কত লাগবে সেটা বলা সম্ভব হয়নি। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে পাওয়া গেছে এমন খবর।