পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধানসভা ভোটের ঢাকে কাঠি, প্রস্তুতি নিয়ে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠক কমিশনের - wst bengal election

আজ বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।

ছবি
ছবি

By

Published : Nov 27, 2020, 12:07 PM IST

কলকাতা, 27 নভেম্বর : বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেল । ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে চলছে সামারি রিভিশনের কাজ । তার মাঝে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। আজ সেই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে ভোটের প্রস্তুতি সংক্রান্ত একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।

ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক উত্তাপ। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজনীতির মহারণ। ইতিমধ্যেই কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী লাগবে তা জানতে চাওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সঠিক সংখ্যার হিসেব দিতে না পারলেও জানিয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে দিতে হবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, এখনও পর্যন্ত স্পর্শকাতর বুথের সংখ্যা চিহ্নিত করা যায়নি, সেই কারণেই সংখ্যার নিরিখে কেন্দ্রীয় বাহিনী কত লাগবে সেটা বলা সম্ভব হয়নি। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে পাওয়া গেছে এমন খবর।

এদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী মাসের শুরুতেই শুরু হতে চলেছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় সাপেক্ষও বটে। ফার্স্ট লেভেল চেকিংয়ে সবকটি রাজনৈতিক দলের উপস্থিতিতে ইভিএম এবং ভিভিপ‍্যাট খতিয়ে দেখা হয়। বারবার খতিয়ে দেখার পর সম্পূর্ণ হয় ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজ। এই প্রক্রিয়া শুরুর ঠিক আগে রাজ্যের সবকটি জেলার জেলাশাসককে বৈঠকে ডাকল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। আজ হতে চলেছে মহাগুরুত্বপূর্ণ সেই বৈঠক।

সূত্রের খবর, বৈঠকে ফার্স্ট লেভেল চেকিং, সামারি রিভিশন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি পুরো নির্বাচন মেশিনারি পরিচালনা নিয়ে কমিশনের দৃষ্টিভঙ্গির কথা ব্যাখ্যা করবেন মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের শীর্ষ কর্তারা। স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণের বিষয়টিও বৈঠকে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি বর্তমান মহামারী পরিস্থিতিতে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বাচন পরিচালনা করা হবে সেই বিষয়টি নিয়েও আলোচনা হবে।

ABOUT THE AUTHOR

...view details