কলকাতা, 31 অগাস্ট : কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে এলাহাবাদ হাইকোর্টে বদলির প্রস্তাব দিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির কলেজিয়াম । প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সহ আরও চার বিচারপতির কলেজিয়াম এই সুপারিশ করেছে।
বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে এলাহাবাদ হাইকোর্টে বদলির প্রস্তাব কলেজিয়ামের - সুপ্রিম কোর্ট
কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে এলাহাবাদ হাইকোর্টে বদলির প্রস্তাব দিল কলেজিয়াম ৷
![বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে এলাহাবাদ হাইকোর্টে বদলির প্রস্তাব কলেজিয়ামের](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4294811-thumbnail-3x2-high-court.jpg)
বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করার পর ১৯৮৯ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন। আইনজীবী হিসেবে তিনি মূলত কম্পানি আইন সংক্রান্ত বিষয়, রাজস্ব সংক্রান্ত বিষয় ও ক্রিমিনাল বিষয়েই প্র্যাকটিস করতেন । এরপর ২০০৬ সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন । একাধিক দৃষ্টান্তমূলক রায়ও দিয়েছেন । পঞ্চায়েত ভোটে একজন প্রার্থী ইমেলেও মনোনয়ন জমা দিতে পারে বলে রায় দিয়েছিলেন তিনি ।
গত বছর ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন বিচারপতি দেবাশিস করগুপ্ত ৷ এরপর হাইকোর্টের বর্ষীয়ান বিচারপতি হিসেবে অস্থায়ীভাবে প্রধান বিচারপতির দায়িত্বও সামলেছেন তিনি । সূত্রের খবর, এলাহাবাদ হাইকোর্ট থেকে দ্রুতই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হতে পারেন।