কলকাতা,22 ডিসেম্বর : কলকাতায় সামান্য বাড়ল তাপমাত্রা । তবে তাপমাত্রা বাড়লেও এখনই শীত বিদায় নিচ্ছে না । জাঁকিয়ে শীতের আমেজ বজায় থাকবে গোটা ডিসেম্বর মাস পর্যন্ত ।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 6টি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে । পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রির থেকে কম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা কম থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়ায় ।
কলকাতায় তাপমাত্রার পারদ সামান্য বৃদ্ধি পেয়েছে । গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। আজ তাপমাত্রা বেড়ে 12.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম।