পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 6, 2020, 11:52 PM IST

ETV Bharat / state

আগামীকাল বামফ্রন্টের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রাণ বণ্টনের বৈষম্য নিয়ে অভিযোগ তুলবে বামফ্রন্ট নেতৃত্ব ৷ পাশাপাশি হাসপাতালগুলিতে কী সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়টি-সহ আরও অন্যান্য বিষয় বৈঠকে তুলে ধরা হবে ৷

CPI(M)
বামফ্রন্ট

কলকাতা , 6 এপ্রিল : রাজ্যে কোরোনা পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কী ধরনের সদর্থক ব্যবস্থা নিয়েছে , তা জানতে আগামীকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । সঙ্গে থাকবেন বাম শরিক দলের অন‍্যান‍্য নেতৃত্ব।


আজ ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন , রাজ্য সরকারের তহবিলে কোরোনার জন্য প্রচুর অর্থ জমা পড়েছে । অথচ ত্রাণ বণ্টনের ক্ষেত্রে বৈষম্য করছে শাসক দল । নেতা-মন্ত্রীরা এবং দলের বিধায়করা প্রকাশ্যে নিয়ম না মেনে ত্রাণ বণ্টন করছেন । সরকারি ত্রাণ কেবলমাত্র দলীয় বিধায়ক, মন্ত্রী এবং সাংসদরা দেবেন , তা বিধিসম্মত নয় ৷ সরকারি ত্রাণ নিয়ম মেনে সকলকে দেওয়াটাই সমীচীন । তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ এবং পরিচিত জনই পর্যাপ্ত পরিমাণে খাদ্যদ্রব্য পাচ্ছেন । বিরোধী দলের সমর্থকরা সরকারি ত্রাণ পাচ্ছেন না ৷

তাই আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বেশ কয়েকটি বিষয় তুলে ধরবেন ৷ রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবি জানাবেন তাঁরা ৷ রাজ্যের হাসপাতালগুলির শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে তুলে ধরা হবে ৷ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে , ত্রাণ বণ্টনের সময় শাসকদলের মন্ত্রী , বিধায়ক এবং কাউন্সিলররা নিয়ম না মেনে , সামাজিক দূরত্ব বজায় না রেখেই ত্রাণ বন্টন করছেন । এর ফলে লকডাউনের বিধিকে অমান্য করা হচ্ছে বলেও আগামীকাল মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন বাম নেতৃত্ব ।চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত সুরক্ষা এবং কোরোনা প্রতিরোধের ব্যবস্থা করার দাবিও জানাবেন বামফ্রন্ট চেয়ারম্যান । আগামীকাল, নবান্নে বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শাসকদলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details