পশ্চিমবঙ্গ

west bengal

দুর্নীতি রুখতে জেলা প্রশাসনের কাজের মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী

By

Published : Aug 14, 2020, 6:50 AM IST

Updated : Aug 14, 2020, 7:29 AM IST

আমফানে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ত্রাণ বিলির সময় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের পাশাপাশি বেশ কয়েকজন BDO, SDO-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। জেলা প্রশাসনের এই আধিকারিকদের উপরে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় । তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছেন তিনি । 21-র ভোটের কথা মাথায় রেখে আর কোনও বিতর্ক চান না তিনি ।

NABANNA
NABANNA

কলকাতা, 14 অগাস্ট : আমফানের ত্রাণ বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ করল নবান্ন। এবার জেলা প্রশাসনের সর্বস্তরে কাজের খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, জেলা প্রশাসনের প্রতিদিনের কাজের রিপোর্ট নবান্নে আসবে। সেই রিপোর্ট খতিয়ে দেখে কাজের মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী।

আমফানে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ত্রাণ বিলির সময় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের পাশাপাশি বেশ কয়েকজন BDO, SDO-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। জেলা প্রশাসনের এই আধিকারিকদের উপরে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় । তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছেন তিনি । 21-র ভোটের কথা মাথায় রেখে আর কোনও বিতর্ক চান না তিনি ।

ক্ষতিপূরণের জন্য নতুন করে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশিকা দেন তিনি। সেইমতো দ্বিতীয় দফার আবেদনপত্র জমা পড়েছে । দ্বিতীয় দফায় বিপুল সংখ্যক আবেদন পত্র জমা পড়া দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়েছে রাজ্য প্রশাসনের। ৫ লক্ষ ৬০ হাজার আবেদনপত্র জমা পড়েছে। আমফানের ক্ষতিপূরণ নিয়ে আর যাতে কোনও দুর্নীতি না ঘটে তার জন্য সচেষ্ট রাজ্য সরকার।

জেলাশাসক, BDO, SDO-দের কাজের তদারকি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ৬৬ জন SDO, ৬৯ জন ADM এবং ৩৪৪ জন BDO-র প্রতিদিনের কাজের রিপোর্ট আসবে নবান্ন । এই কাজের ভিত্তিতেই মূল্যায়ন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Last Updated : Aug 14, 2020, 7:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details