কলকাতা, 8 সেপ্টেম্বর : বর্তমান কোরোনা পরিস্থিতিতে দলের বর্ষীয়ান সাংসদদের সংসদ অধিবেশনে হাজির থাকতে নিষেধাজ্ঞা জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এই তালিকায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিশির অধিকারী, চৌধুরী মোহন জাটুয়া এবং রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সুব্রত বক্সি ও দীনেশ ত্রিবেদী-সহ অন্যান্যরা ।
আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন । আসন্ন অধিবেশনে যোগ দেবেন না জানিয়ে মধ্যে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা তথা চেয়ারম্যান প্যানেলের সদস্য সুখেন্দুশেখর রায় । না আসার কারণ হিসেবে নিজের বয়সের কথা উল্লেখ করেছিলেন তিনি । কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, 65 বছরের বেশি বয়স্ক মানুষ বাড়িতেই থাকবেন । চিঠিতে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকার কপিজুড়ে দিয়ে সুখেন্দুশেখর রায় লেখেন, তাঁর বয়স 71 বছর ৷ তাই তিনি বাড়িতেই রয়েছেন ।