পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরশু উদ্বোধন মাঝেরহাট ব্রিজ, নতুন নাম 'জয় হিন্দ' - বাংলা মোদের গর্ব

2018-র 4 সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজের একাংশ ভেঙে পড়েছিল । অবশেষে নির্মাণকাজ শেষে 3 ডিসেম্বর এই ব্রিজের উদ্বোধন হবে ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

মাঝেরহাট
মাঝেরহাট

By

Published : Dec 1, 2020, 4:26 PM IST

Updated : Aug 9, 2022, 5:54 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর : নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মাঝেরহাট ব্রিজের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী ৷ মাঝেরহাট ব্রিজের নতুন নাম 'জয় হিন্দ' ৷ পাশাপাশি রাজ্যের লোকশিল্পী ও সাংস্কৃতিক শিল্পীদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, রাজ্যে 617টি মেলা, প্রদর্শনী আয়োজন করা হয়েছে ৷ এই মেলার জন্য লোকশিল্পী ও সাংস্কৃতিক শিল্পীরা উপকারিত হবেন ৷ তিনি আরও দাবি করেন, এই মেলার জন্য 156 কোটি টাকার কেনাবেচা হবে ৷ 3.64 লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে ৷ সমগ্র বিষয়টির উল্লেখ রয়েছে "বাংলা মোদের গর্ব" বইটিতে ৷ আজ বইটি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷

তিনি বলেন, "বাংলা মোদের গর্ব বইটির মধ্যে লোকশিল্পী সাংস্কৃতিক কর্মীরা মেলায় কতদিনের কাজ পাবেন সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ জেলা ধরে ভাগ করে কোথায় কটা মেলা হবে তা উল্লেখ রয়েছে এই বইয়ে ৷"

তিনি আরও বলেন, "অনেক কিছু করা হয়েছে ৷ কোনও ক্ষেত্রেই কেউ বঞ্চিত নয়৷ কিন্তু বাংলা বঞ্চিত দিল্লির কাছে৷ সাধারণ মানুষ এই বিষয়টা দেখতে পাচ্ছেন৷ তা সত্ত্বেও বাংলা বুদ্ধির জোরে এগিয়ে যাচ্ছে৷"

মাঝেরহাট ব্রিজ দ্রুত চালু করার দাবিতে সম্প্রতি বিক্ষোভ প্রদর্শন করেন BJP কর্মী ও সমর্থকরা । নেতৃত্ব দিয়েছিলেন রাজ্য বBJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ হয় বিক্ষোভকারীদের । কৈলাস বিজয়বর্গীয়কে গ্রেপ্তার করা হয় বলে ওই দিন দাবি করেন তিনি৷ যদিও, নবনির্মিত মাঝেরহাট ব্রিজ চালুতে দেরি হওয়ার কারণ নিয়ে রাজ্য সরকার অবশ্য রেলকে দোষারোপ করে । রেল ছাড়পত্র না দেওয়ার কারণে চালু করতে দেরি হচ্ছে বলে জানায় রাজ্য সরকার ।

দুর্গাপুজোর আগে মাজেরহাট ব্রিজ চালু করার কথা ছিল । কিন্তু নবনির্মিত ব্রিজের বেশ কিছু কাজ বাকি থাকার কারণে তা সম্ভব হয়নি । সম্প্রতি বিটুমিন ও কংক্রিট ফেলে শেষ হয় কাজ। 2018 সালের 4 সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজের একাংশ । ঘটনায় তিনজনের মৃত্যু হয় । দ্বিতীয়বার যাতে ব্রিজ ভেঙে দুর্ঘটনা না ঘটে তার জন্য সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার । 800 মিটার লম্বা সেতু তৈরি করার জন্য খরচ হয়েছে প্রায় 200 কোটি টাকা । দু'বছরের বেশি সময় যাবৎ বন্ধ থাকা মাঝেরহাট ব্রিজকে কেন্দ্র করে সমস্যায় পড়েন বেহালা চত্বরের মানুষ । অবশেষে সেই সমস্যার থেকে মুক্তি পেতে চলেছে সাধারণ মানুষ ।

Last Updated : Aug 9, 2022, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details