পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজো করলেও দোষ, না করলেও , বিরোধীদের কটাক্ষ মমতার - 50 হাজার টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমরা ধর্ম, উৎসব নিয়ে রাজনীতি করি না ৷ কিন্তু যারা করে তারা শকুনের মতন চোখ তুলে বসে আছে খুঁত ধরবার জন্য ৷ পুজো না হলে বলবে পুজো হল না ৷ পুজো করলে আবার বলবে পুজোর অনুমতি দেওয়ার জন্য সংক্রমণ বাড়ল ৷ পুজোকমিটিগুলির বৈঠক থেকে বিরোধীদের কটাক্ষ মমতার ৷

বিরোধীদের কটাক্ষ মমতার
বিরোধীদের কটাক্ষ মমতার

By

Published : Sep 24, 2020, 6:05 PM IST

Updated : Sep 24, 2020, 8:55 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : কোরোনা আবহেই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠকে পুজো কমিটিগুলিকে 50 হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেন তিনি ৷ উল্লেখ্য বিগত বছরগুলির তুলনায় এই অনুদান সর্বাধিক ৷ শুধু তাই নয় ৷ এর পাশাপাশি দমকল, পৌরসভা, পঞ্চায়েত কোনও ফি বা ট্যাক্স নেব না বলেও জানান তিনি ৷ সেই সঙ্গে সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদও বিদ্যুৎ মাশুলে 50 শতাংশ ছাড়ের ও ঘোষণা করেন ৷ তিনি বলেন,"আমাদের টাকা-পয়সা নেই সেটা ঠিক । তবে আমি জানি পুজো কমিটিগুলি খুব প্রবলেমে রয়েছে । আমারা প্রতিবছর একটা স্বল্প দান তো করিই । এবার যেহেতু আপনাদের(পুজোকমিটিগুলির) সমস্যা একটু বেশি রয়েছে । তাই এবার রাজ্য সরকার প্রতিটি পুজো কমিটিকে 50 হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷"

পাশাপাশি পুজো কমিটির বৈঠকের মঞ্চ থেকে আশাকর্মী, গ্রিনপুলিশ, সিভিক ভলান্টিয়ারদের 1000 টাকা ভাতা বাড়ানোর ঘোষণাও করেন ৷ অক্টোবর থেকেই তা চালু করা হবে বলেও এদিন জানান তিনি ৷ সেই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের পর এককালীন তিন লাখ টাকা দেওয়া কথাও জানান ৷ ছাড়ের তালিকা থেকে বাদ যায়নি হকাররাও ৷ কোরোনা আবহে বন্ধ দীর্ঘদিন ধরে বন্ধ ট্রেন, বাস, ট্রাম পরিষেবা ৷ এই পরিস্থিতিতে হকারদেও সাহায্য দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা একটি তালিকা তৈরি করেছি ৷ সেই তালিকা অনুসারে প্রতি পরিবারকে 2000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের ৷"

এই সবের মাঝেও বিরোধীদের আক্রমণ করতে ভুলেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে BJP-কে কটাক্ষ করে তিনি বলেন, "আমরা ধর্ম, উৎসব নিয়ে রাজনীতি করি না ৷ কিন্তু যারা করে তারা শকুনের মত চোখ তুলে বসে আছে খুঁত ধরার জন্য ৷ পুজো না হলে বলবে হল না ৷ পুজো করলে আবার বলবে পুজোর অনুমতি দেওয়ার জন্য সংক্রমণ বাড়ল ৷ কিন্তু পুজো আমরা আটকাতে পারি না ৷"

একই সঙ্গে পুজোকমিটিগুলির সঙ্গে বৈঠকের মঞ্চ থেকেই রাজ্যের দলিত সাহিত্য একাডেমি ও হিন্দি সাহিত্য একাডেমিকে 5 কোটি টাকা করে অনুদান রাজ্য সরকারের ৷ আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের শুরুতে দুই একাডেমির সভাপতির হাতে অনুদানের স্মারকলিপি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মত 2021-এর বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু, হিন্দি ভাষীদের মনযোগ টানার জন্যই এই ঘোষণা ৷ আগেই সনাতন ধর্মাবলম্বী পুরোহিতদের জন্য বাড়ি তৈরি করার জন্য 1 লাখ 20 হাজার টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ বাংলা যে সব ধর্মের সব জাতির মানুষের বাস তা বৈঠকের শুরুতে মনে করিয়ে দেন তিনি ৷

তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবারই তোষণের রাজনীতির অভিযোগ তুলেছে বিরোধীরা ৷ বারেবারেই অভিযোগ উঠেছে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু-বিরোধী-সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন ৷ এই অভিযোগে বারবারই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে BJP ৷ BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব প্রায় সকলেরই একটাই অভিযোগ ৷ 2021 বিধানসভা নির্বাচনরে আগে গা থেকে "তোষণের রাজনীতি" বিরোধীদের এই অভিযোগ ঝেড়ে ফেলতে মরিয়া তৃণমূল কংগ্রেস ৷ পুজো কমিটিগুলির সঙ্গে মমতার বৈঠক ও একগুচ্ছ ছাড় ঘোষণার পর এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

Last Updated : Sep 24, 2020, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details