পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইপিএস মির্জার বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারবে সিবিআই - আইপিএস মির্জার বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারবে সিবিআই

নারদা কাণ্ডে ধৃত এই প্রথম কোনও আইপিএস অফিসারের বিরুদ্ধে চার্জশিট গঠন করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সিবিআই সূত্রের খবর, নারদ কাণ্ডে একাধিক প্রভাবশালীর নাম থাকা সত্বেও এখনও পর্যন্ত প্রথম গ্রেফতার হয়েছেন মির্জা।

সৈয়দ হোসেন মির্জা
সৈয়দ হোসেন মির্জা

By

Published : May 10, 2021, 11:23 AM IST

কলকাতা, 10 মে : নারদা কাণ্ডে ধৃত আইপিএস সৈয়দ হোসেন মির্জার বিরুদ্ধে এবার চার্জশিট পেশ করতে পারবে সিবিআই । সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে মির্জার বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমতি মিলেছে বলে খবর সিবিআই সূত্রে। এই প্রথম কোনও আইপিএস অফিসারের বিরুদ্ধে চার্জশিট গঠন করবে সিবিআই ৷

যেহেতু সৈয়দ হোসেন মির্জা একজন আইপিএস অফিসার। ফলে তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রকের কিছু নিয়মকানুন থাকে। বিশেষ অনুমতির প্রয়োজন হয়। আর সেই বিশেষ অনুমতি এবার পেয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আরও পড়ুন :আগামী সপ্তাহের মধ্যেই কয়লাকাণ্ডে চার্জশিট দিতে পারে সিবিআই

ঘটনাটি ঘটার সময় মির্জা ছিলেন বর্ধমানের পুলিশ সুপার। নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের করা স্টিং অপারেশনের একটি ভিডিয়োতে স্পষ্টভাবে দেখা যায়, আইপিএস মির্জা হাত পেতে টাকা নিচ্ছেন। এর পরেই তদন্ত এগোতে থাকে। 2019 সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সিবিআই মির্জার বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করতে থাকে ৷ পরে প্রায় দেড় বছর পরে সেই অনুমতি পায় সিবিআই ৷ যদিও সিবিআই সূত্রের খবর, নারদ কাণ্ডে একাধিক প্রভাবশালীর নাম থাকা সত্বেও এখনও পর্যন্ত প্রথম গ্রেফতার হয়েছেন মির্জা।

ABOUT THE AUTHOR

...view details