পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mukul Ray's Pac Case: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন - Mukul Ray's Pac Committee Case

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপির আইনজীবীর (Mukul Ray's Pac Case) । এর আগে হাইকোর্টকে দ্রুত মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ।

Mukul Ray's Pac Case
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলা

By

Published : Feb 28, 2022, 4:41 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলা শুনতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন বিজেপির আইনজীবী বিল্লোদল ভট্টাচার্যর । এর আগে বিধানসভার অধ্যক্ষের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি। শীর্ষ আদালত হস্তক্ষেপ না করে হাইকোর্টে আবেদনের সুযোগ দেয়। এক মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। (Mukul Ray's Pac Case) ।

আরও পড়ুন :Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের

মুকুল রায় বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন বলে অভিযোগ তুলে স্পিকার ও আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি মাসের প্রথম সপ্তাহেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রায় দেন মুকুল রায় এখনও বিজেপিতেই আছেন । এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা । দ্রুত এই মামলা নিষ্পত্তি করতে হবে বলে হাইকোর্টে মামলা করতে বলে শীর্ষ আদালত ।

সেই আদেশের পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে আজ বিজেপির পক্ষ থেকে আবেদন করা হয়।

ABOUT THE AUTHOR

...view details