কলকাতা, 28 ফেব্রুয়ারি: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলা শুনতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন বিজেপির আইনজীবী বিল্লোদল ভট্টাচার্যর । এর আগে বিধানসভার অধ্যক্ষের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি। শীর্ষ আদালত হস্তক্ষেপ না করে হাইকোর্টে আবেদনের সুযোগ দেয়। এক মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। (Mukul Ray's Pac Case) ।
আরও পড়ুন :Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের