কলকাতা 14 জুলাই : এই প্রথমবার করোনা উপসর্গ রয়েছে এমন রোগীর ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট । ইছাপুরের যুবক শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি দেবাংশু বসাক আরও নির্দেশ দিয়েছেন, ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে । দূর থেকে তাকে দেখতে পারবে তার পরিবার । তবে মৃতদেহ দাহ হবে সম্পূর্ণ সরকারি ব্যবস্থায় । 4 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে ।
ইছাপুরের নেতাজি পল্লীর বাসিন্দা শুভ্রজিৎ চট্টোপাধ্যায়কে চিকিৎসার জন্য একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তাকে ভরতি নেওয়া হয় না । শেষ পর্যন্ত মেডিকেল কলেজে ভরতি করা হয় । মারা যায় 11 জুলাই । তাঁর বেশ কিছুদিন ধরেই শরীর খারাপ ছিল । 9 তারিখ রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । ওইদিনই ভোর 5 টা নাগাদ তাঁর বাবা-মা কামারহাটি ISI হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সেখানে ICU ফাঁকা না থাকায় বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন কামারহাটি ISI হাসপাতাল কর্তৃপক্ষ ।